Lalu Song Lyrics (লালু) Time Up by Arijit Sorkar | Kiran Dutta | Sayan | CONFUSED Picture

Lalu Bengali Song is Sung by Ananya Bhattacharjee & Arob Dey from Bengali Web Series Time Up release on CONFUSED Picture Youtube Channel. Lalu Item Song Lyrics Written by Arob and Compose by Arob Dey. Time Up Series, Starring: Kiran Dutta, Sayan Ghosh, Arob Dey, Dipak Das, Binita Guha & Others and Directed by Arijit Sorkar.

Lalu Song Lyrics Time Up

Lalu Song Lyrics (লালু) | Time Up by Arijit Sorkar | Kiran Dutta, Sayan | CONFUSED Picture

Song: Lalu
Singer, Lyricist & Composer: Arob Dey
Female Singer: Ananya Bhattacharjee ( Khnada) 
Arrangements & Co-Programming: Indraneel Chatterjee
Mixing & Mastering: Debojit Sengupta
Album: Time Up
Direction & Edit: Arijit Sorkar 
Starring: Kiran Dutta, Sayan Ghosh, Arob Dey, Dipak Das, Binita Guha 

Lalu Song Lyrics in Bengali:

বিহারি জানেমন
চুরি করেছে মন
পটলচেরা চোখে,
দেখেছি যে মরণ।

বিহারি জানেমন
চুরি করেছে মন
খটাস দু-চোখে,
দেখেছি যে মরণ।

গরুর গাড়িতে
চড়ে যাবো পাটনাতে
ঠেকুয়া খাবো,
শুয়ে শুয়ে খাটিয়াতে।

পরিয়ে দেব মঙ্গলসূত্র,
আষাঢ় মাসে হবে পুত্র,
হয়ে যাবো সংসারী
আমরা বাংলা বিহারি।

আরে লালু লালু লালু
তুই ছেলে বড় ভালু
শুধু পেটে পড়লে মালু
চোখ হয়ে যায় আলু।

লালু লালু লালু
তুই ছেলে হেব্বি চালু
শুধু পেটে পড়লে মালু
ধ্ক ধ্ক করে দিলু।

ককিল ডাকে কু কু,
বেড়াল ডাকে মিউ মিউ,
আমিও তো ডাকি
আই লাভ ইউ, আই লাভ ইউ. . .

গব্বর ডাকে সাম্বা,
গরু ডাকে হাম্বা,
লালুও তো ডাকে
ও মাম্মা, ও মাম্মা।

বিহারি জানেমন
কত্ত যে করে ঢং,
সারাদিন শুনবো দুজন
মাইকেল জ্যাকসন সং
আউ. . .

বিহারি জানেমন
শুধু যে করে ঢং,
সারাদিন শুনবো অনেক
ভোজপুরি সং।

ঘরজামাই হয়ে থেকে
যাবো শ্বশুরাল
শ্বশুরের গরু মোষের
করবো যে দেখভাল।

পরিয়ে দেব কমলা সিঁদুর
পালিয়ে যাবো বহুদূর,
হয়ে যাবো ফেরারি
আমরা বাংলা বিহারি।

আরে লালু লালু লালু
তুই ছেলে বড় ভালু
শুধু পেটে পড়লে মালু
করিস কেন খেলু।

আরে লালু লালু লালু
তুই ছেলে হেব্বি চালু
শুধু পেটে পড়লে মালু
গোবর হয়ে যায় ঘিলু।

আরে জানু জানু জানু
তুই আমার সায়রাবানু
আমি জহর তুই ভানু
আমি হিমেশ তুই রানু।

তোকে সত্যি ভালোবাসি
আমি হব রে তোর দাসী,
যদি তুই না আসিস
আমি গলায় দেব ফাঁসি।

লালু লালু লালু,
জানু জানু জানু,
লালু লালু লালু,
জানু জানু জানু,

লালু লালু,
জানু জানু জানু,
লালু লালু,
জানু জানু জানু,

লালু লালু,
জানু জানু জানু,
লালু লালু,
জানু জানু জানু,

লালু জানু, লালু জানু
লালু জানু।

 Lalu Song Time Up


Lalu Song (লালু) | Time Up by Arijit Sorkar | Kiran Dutta, Sayan | CONFUSED Picture | Song from Youtube:


লালু গানের লিরিক্স - টাইম আপ । অরিজিৎ সরকার

Bihari janemon
Churi korechhe mon
Potolchera chokhe,
Dekhechhi je moron.

Bihari janemon
Churi korechhe mon
Khotas du-chokhe,
Dekhechhi je moron.

Gorur garite
Chore jabo Patnate
Thekuya khabo,
Shuye shuye khatete.

Poriye debo mongolsutro
Ashar mase hobe putro
Hoye jabo sonshari
Amara Bangla Bihari.

Aare Lalu, Lalu, Lalu
Tui chele boro valu
Sudhu pete porle malu
Tui hoe jas chalu.

Post a Comment

0 Comments