Mrigonabhi Bengali Song is Sung by Anupam Roy, release on Youtube 30th September 2021, Anupam Roy Youtube Chanel. Mrigonabhi Song Lyrics Written and Compose by Anupam Roy. ‘Mrigonabhi’ is Anupam Roy’s Pujo release Song for 2021.
Mrigonabhi Lyrics (মৃগনাভি) Anupam Roy | Pujor Gaan 2021
Song: Mrigonabhi
Vocals, Lyrics & Music: Anupam Roy
Mixed and mastered by Shomi Chatterjee
Starring: Aishwaria Sen, Pushan Dasgupta
Special appearance: Surangana Bandyopadhyay
Video Directed by Souradeepta Chowdhury
Cast: Kaushik Pal, Elora Chattopadhyay, Sanjana Saha, Neelesh Saha, Abhilash Saha, Aiyan Asaf, Souvik Saha, Chandni Mondal, Priyanka Sarkar, Sinjini Sarkar, Rohit Ahamed.
Music Label: Anupam Roy Creations (ARC)
Mrigonabhi Song Lyrics in Bengali:
তুমি বলেছ সবাই-কে, জানতে চাওয়ার আগে,
তোমার আমাকে চিরদিন কত মন্দ লাগে।
আমার লেখা গান, কবিতা কী আর এমন বলো?
তোমার ভেতর রাগ, অভিমান কোন সাগরে ঢালো?
অথচ আমার নাম করে
কেন ফুল তোলো, কেন কিছু লেখো রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি সুরে সুরে করে খোঁজ।
বিদায় বিদায় হাসি মুখে ভেসে চলে যাই
যাই, রুক্ষ চুলে চিরুনি হারায়।
মিথ্যে কিছু ভুল রটিয়ে কী বা তুমি পেলে?
এক কাপ মন খারাপ ছিটিয়ে দিচ্ছ কার বিকেলে?
তার চেয়ে ভালো এই দুজনে দূরে দূরে থাকি
আমরা সমান নই, মেনে নাও, যে কটা দিন বাকি।
অথচ আমার নাম শুনে
কেন উঠে বসো, কেন ধুলো মোছ রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি সুরে সুরে করে খোঁজ।
বিদায় বিদায় হাসি মুখে ভেসে চলে যাই
যাই, রুক্ষ চুলে চিরুনি হারায়।
অথচ আমার নাম করে
কেন ভালোবাসা কানে কানে ডাকে রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি সুরে সুরে করে খোঁজ।
বিদায় বিদায় হাসি মুখে ভেসে চলে যাই
যাই, রুক্ষ চুলে চিরুনি হারায়।
মৃগনাভি গানের লিরিক্স - অনুপম । পুজোর গান ২০২১
Tumi bolechho sobaike, jante chaoyar age,
Tomar amake chirodin koto mondo lage.
Amar lekha gaan, kobita ki aar emon bolo?
Tomar vetor raag, aviman kon sagore dhalo?
Athocho amar nam kore
Keno ful tolo, keno kichhu lekho roj?
Anmone kepe otha thote
Jeno mrigonavi sure sure kore khoj.
See Also:
0 Comments