Tui Asbi Kobe Bol Bengali Song is Sung by Mekhla Dasgupta from Album "Naivedya, Vol 1. Tui Asbi Kobe Bol Song Lyrics Written by Ritam Sen and Compose by Indraadip Dasgupta.
Tui Asbi Kobe Bol Lyrics (তুই আসবি কবে বল) Mekhla Dasgupta | Indraadip Dasgupta | Ritam Sen | Naivedya, Vol. 1
Song Name: Tui Asbi Kobe Bol
Singer: Mekhla Dasgupta
Album: Naivedya, Vol. 1
Music: Indraadip Dasgupta
Lyrics: Ritam Sen
Sitar: Rahul Chatterjee
Programming, Mix- Mastering: Amit Chatterjee
Music Label: Mekhla Dasgupta
Tui Asbi Kobe Bol Song Lyrics in Bengali:
পড়ছে মনে চোখের কোলে, ব্যথার সোনা জল
হাওয়ারই ঝোঁকে ঝরা পালকে বানভাসি অঞ্চল,
তুই আসবি কবে, আসবি কবে বল?
তুই আসবি কবে, আসবি কবে বল?
স্বরলিপি ভাঙলো কে অভিসারী দুই চোখে
কতটুকু পাই তোকে তুই বল।
বালুচরি দিন জোটে, সারা গায়ে ফুল ফোটে
কেনো ভাসালি ঠোঁটে তুই বল।
একটি কথা সন্ধি পাতায় কান্না টলমল,
এক লহমায় এই তো আমার মন খারাপের ছল।
তুই আসবি কবে, আসবি কবে বল?
তুই আসবি কবে, আসবি কবে বল?
আর কতটা সময় বল পেরিয়ে তোকে ছুঁই
দখিন বারান্দায় শুকিয়ে এলো জুঁই।
আর কতটা সময় বল পেরিয়ে তোকে ছুঁই
দখিন বারান্দায় শুকিয়ে এলো জুঁই।
বিকেল রয়ে রোদ ধরেছে আসবি বলে তুই
বিকেল রয়ে রোদ ধরেছে আসবি বলে তুই,
নীলচে খামে রাত্রি নামে হৃদয়ে সকাল,
খুঁজছি তোকে সন্ধ্যাতারায় খুঁজছি কতকাল।
তুই আসবি কবে, আসবি কবে বল?
তুই আসবি কবে, আসবি কবে বল?
পড়ছে মনে চোখের কোলে, ব্যথার সোনা জল
হাওয়ারই ঝোঁকে ঝরা পালকে বানভাসি অঞ্চল,
তুই আসবি কবে, আসবি কবে বল?
তুই আসবি কবে, আসবি কবে বল?
Tui Asbi Kobe Bol
Tui Asbi Kobe Bol (তুই আসবি কবে বল) Mekhla Dasgupta | Indraadip Dasgupta | Ritam Sen | Naivedya, Vol. 1 | Song from Youtube:
তুই আসবি কবে বল লিরিক্স - মেখলা দাশগুপ্ত
Porchhe mone chokher kole, byather sona jol
Haoyari jhoke jhora paloke banvasi anchol,
Tui asbi kobe, asbi kobe bol?
Tui asbi kobe, asbi kobe bol?
See Also:
More Song From Naivedya, Vol. 1 Movie
0 Comments