Achena Boishakh Song Released On the Occasion of Poila Baisakh, Bengali New Year 1426 (14th April, 2019) With Six Eminent Singers: Iman chakraborty, Lagnajita chakraborty, Durnibar saha, Ishan Mitra, Ikkshita Mukherjee, Shovon Ganguly. Achena Boishakh Bengali Song Lyrics Written By Deborshi Sarkar.
Achena Boishakh (অচেনা বৈশাখ) Lyrics In Bengali | Naboborsho Special | Eso He Boishakh
Song: Achena BoishakhLyrics: Deborshi Sarkar
Music: Shovon Ganguly
Vocals: Iman chakraborty, Lagnajita chakraborty, Durnibar saha, Ishan Mitra, Ikkshita Mukherjee, Shovon Ganguly
Mixed & Mastered by Amit Chatterjee
Directed by Creative Media Productions
Music: Shovon Ganguly
Vocals: Iman chakraborty, Lagnajita chakraborty, Durnibar saha, Ishan Mitra, Ikkshita Mukherjee, Shovon Ganguly
Mixed & Mastered by Amit Chatterjee
Directed by Creative Media Productions
Music Label: Asha Audio
চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি,
গত বছরের মায়া ভেঙে যাবে বলে,
রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে,
তুমিও অঝড়ে শুধু তাকে ভালোবেসো
এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো হে বৈশাখ, এসো এসো. . .
Achena Boishakh Song Lyrics in Bengali:
দুচোখে হঠাৎ করে কালবৈশাখীচৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি,
গত বছরের মায়া ভেঙে যাবে বলে,
রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে,
তুমিও অঝড়ে শুধু তাকে ভালোবেসো
এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো হে বৈশাখ, এসো এসো. . .
প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে
তারই হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে,
কত রঙ লেগে থাকে তারই ছবি আঁকি,
শরীরে রেখেছি কিছু স্মৃতিও জোনাকি,
অথচ তুমিও তাকে আরো ভালোবেসো
এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো হে বৈশাখ, এসো এসো. . .
তারই হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে,
কত রঙ লেগে থাকে তারই ছবি আঁকি,
শরীরে রেখেছি কিছু স্মৃতিও জোনাকি,
অথচ তুমিও তাকে আরো ভালোবেসো
এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো হে বৈশাখ, এসো এসো. . .
আলেয়া লুকিয়ে থাকে আনমনা সুরে
অন্ধকারের ভাষা থেকে বহু দূরে
গত বছরের মায়া ভেঙে যাবে বলে,
খর-কুট বেঁধে রাখি তোমারই আঁচলে,
অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো
এসো হে বৈশাখ, এসো এসো. . .
তাপসনিঃশ্বাসবায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা,
দূর হয়ে যাক যাক যাক
এসো এসো,
এসো হে বৈশাখ, এসো এসো. . .
এসো হে বৈশাখ, এসো এসো. . .
Achena Boishakh
Achena Boishakh (অচেনা বৈশাখ) Naboborsho Special | Eso He Boishakh Song from Youtube:
অচেনা বৈশাখ লিরিক্স - নববর্ষ স্পেশাল গান
Duchokhe hothat kore kalboishakhi
Choitrer sheshbela pata ore naki,
Goto bochorer maya venga jabe bole,
Rajpoth vese gechhe achena kajole,
Tumio ajhore shudhu take valobeso
Eso he Boishakh, eso eso. . .
Eso he Baishak, eso eso. . .
0 Comments