Dakatiya Banshi Bengali Song is Sung by Shrestha Das, Nanichora Das Baul and Bonnie Chakraborty from Bengali Movie Bohurupi. Dakatiya Banshi Bengali Song Lyrics Written by Anindya Bose & Nanichora Das Baul and Composed by Bonnie Chakraborty and Movie Directed by Nandita Roy & Shiboprosad Mukherjee.
Dakatiya Banshi Lyrics (ডাকাতিয়া বাঁশি) Bohurupi | Nanichora | Shrestha | Bonnie | Nandita-Shiboprosad
Song: Dakatiya Banshi
Singer: Shrestha Das, Nanichora Das Baul and Bonnie Chakraborty
Lyrics: Anindya Bose, Nanichora Das Baul
Composer: Bonnie Chakraborty
Movie: Bohurupi
Director: Nandita Roy & Shiboprosad Mukherjee
Cast: Shiboprosad Mukherjee, Abir Chatterjee, Ritabhari Chakraborty, Koushani Mukherjee & Others
Music Label: Windows Production House
Dakatiya Banshi Song Lyrics in Bengali:
**দয়ালবাবা, পেট ভোরে চাউমিন খাবা।
ময়দা-মুখো তাকাইছে,
ডেবডেব করে তাকাইছে, ময়দা-মুখো. .
মটর কলাই গোলগোল, দাঁতে ভাঙে না
ওই পাড়ার শাশুড়ীরা বৌমা চেনে না।
ডেঙ ডেঙ ডেঙ জামাই এসেছে,
বাবা ফ্যান খাবার ডিব্বাটা, ভেঙ্গে ফেলেছে।
এ, বেশি তাক্কাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি. . .**
বুকের মাঝে আগুন আমার
ফাগুন বারোমাসী,
চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাঁশি।
পীড়িত আমার ভোমর পরান
সেই মধুরই খোঁজে,
কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতই বোঝে।
এই. .মুখের কথা সবাই জানে
বুকের কথা কজন?
চুপটি থাকা আদর সোহাগ
মাখবে শুধু সুজন।
সেজন আমার দস্যি দামাল
ডাকাতিয়া চাল,
লাগাম আমার ধরবে ঠিকই
আজ না হলে কাল।
**হাটে গেলাম বাজারে গেলাম
কিনে আনলাম আদা,
আদা খেয়ে বোজের বাবা
হাগছে গাদা গাদা।**
পীড়িতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীড়িতরে।
পীড়িতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীড়িতরে।
এই. .চোখের মণি খেঁজুর গাছের
ডাগর রসের হাঁড়ি,
সেই রসেরই গতর মাতাল
হেবি ঝকমারি।
ওই চাঁদের রাতে নদীর ধারে
ঠোঁটের বাঁকা হাঁসি,
হাজার রকম নকশা করেও
সেই হাঁসিতেই ফাসি।
শোনরে আমার পাহাড় বুকের
ডাকাতিয়া ছেলে,
তোর থানাতেই বন্দী হবো
রসের ঘানি ঠেলে।
**এ, বেশি তাক্কাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি. . .**
পীড়িতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীড়িতরে।
পীড়িতি কাঁঠালের আঠা
লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীড়িতরে।
**মটর কলাই গোলগোল, দাঁতে ভাঙে না
ওই পাড়ার শাশুড়ীরা বৌমা চেনে না।
তাই, হাটে গেলাম বাজারে গেলাম
কিনে আনলাম আদা,
আদা খেয়ে বোজের বাবা
হাগছে গাদা গাদা।
ডেঙ ডেঙ ডেঙ জামাই এসেছে,
বাবা ফ্যান খাবার ডিব্বাটা, ভেঙ্গে ফেলেছে।
তাই, পান খেয়েছি, পিচ ফেলেছি
দাঁত করেছি ছোলা,
আমার বন্ধু নাম রেখেছে
মুড়ি ভাজা খোলা।
হেন্টার ফুল থোকা থোকা
কানে গুজেছি,
বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি।
এ, বেশি তাক্কাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি. . .**
Dakatiya Banshi
Dakatiya Banshi (ডাকাতিয়া বাঁশি) Bohurupi | Nanichora | Shrestha | Bonnie | Nandita-Shiboprosad | Song from Youtube:
ডাকাতিয়া বাঁশি লিরিক্স - বহুরূপী । নন্দিতা - শিবপ্রসাদ
**Doyalbaba, pet vore chaumin khaba.
Moyda mukho takaiche,
Debdeb kore takaiche, moyda mukho. .
Motor kolai golgol, dante vange na
Oi parar shashurira bouma chene na.
Deng deng deng jamai eseche,
Baba fan khabar dibbata, venge feleche.
Ae beshi takkas na biye diye deb,
Kende more jabi. . .**
Buker majhe agun amar
Fagun baromasi,
Chomke diye khele beray dakatiya banshi.
Pirit amar vomor poran
Sei modhuri khoje,
Kon jwalate morchi aami sei dakati bojhe.
আবির চ্যাটার্জি, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখার্জী, কৌশানি মুখার্জী অভিনীত বহুরূপী বাংলা সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী। ডাকাতিয়া বাঁশি গানটি -ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বোস-এর কথায় এবং বনি চক্রবর্তী-এর সুরে, গেয়েছেন শ্রেষ্ঠা দাস, বনি চক্রবর্তী ও ননীচোরা দাস বাউল।
See Also:
More Song From Bohurupi(2024) Movie
0 Comments