Tumi Ki Amai Bhalobasho Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ei Besh Bhalo Achi release in 1993. Tumi Ki Amai Bhalobasho Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.
Tumi Ki Amai Bhalobasho Lyrics (তুমি কি আমায় ভালোবাসো) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993)
Song: Tumi Ki Amai Bhalobasho
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ei Besh Bhalo Achi (1993)
Music Label: Saregama India Ltd.
Tumi Ki Amai Bhalobasho Song Lyrics in Bengali:
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো, তবে পরোয়া করি না
আমি সুর্য্যের থেকে ভালোবাসা নিয়ে
রাঙাবো হৃদয় তার রং দিয়ে
পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
আমি তোমার জন্য সস্তা প্রেমের
নাটুকে নায়ক পারবোনা হতে পারবো না
আমি তোমার জন্য কোনো কুমারের ধার করা
গান গেয়ে গায়ক পারবোনা হতে পারবো না
যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন
পাওনাদারের অভিশাপ শুনে
জেরবার হয় বুড়ো বাপ
আমিতো তখন পারবোনা খেতে
চাইনিজ বারে চাওমিন
হেই, তুমি কি আমায় ঘৃনা করো?
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না
আহা বয়ে গ্যাছে সেই ভালোবাসা ধরে
বহুতে হারানো স্বপ্নকে ছেড়ে
সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
আমি তোমার দু-পায়ে আমার চেতনা স্বাধীনতা
সঁপে দিতে পারবো না দিতে পারবো না
আমি তোমার জন্যে
আমি তোমার জন্য সবকিছু ছেড়ে
তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না
আমার চলার পথের বাঁকেতে পরে জীবনের দাম
যেসব মানুষ সেই দাম খোঁজে
সবকিছু জেনে সবকিছু বুঝে
মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম
হেই, তবেই আমায় পেতে পারো
যদি তাই পারো, তবে পরোয়া করি না
যেনো তোমার জন্য ধুলোমাখা পথ
অপলকে চেয়ে জীবনের রথা
সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারোনা?
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
Tumi Ki Amai Valobasho
Tumi Ki Amai Bhalobasho (তুমি কি আমায় ভালোবাসো) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993) | Song from Youtube:
তুমি কি আমায় ভালোবাসো লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Hei, tumi ki amay bhalobaso?
Jodi na baso, tobe poroya kori na
Ami surjer theke valobasa niye
Rangabo hridoy tar rong diye
Poshaki premer proyojon bodh kori na
Hei, tumi ki amay valobaso?
See Also:
♫ More Song From Album Ei Besh Bhalo Achi (1993)
0 Comments