Keu Bole Buro Bham Lyrics (কেউ বলে বুড়ো ভাম) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993)

Keu Bole Buro Bham Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ei Besh Bhalo Achi release in 1993Keu Bole Buro Bham Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Keu Bole Buro Bham Lyrics Nachiketa Chakraborty

Keu Bole Buro Bham Lyrics (কেউ বলে বুড়ো ভাম) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993)

Song: Keu Bole Buro Bham
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ei Besh Bhalo Achi (1993)
Music Label: Saregama India Ltd.

Keu Bole Buro Bham Song Lyrics in Bengali:

কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি
কেউ বলে এইবার ব্যাটা মরলেই বাঁচি
কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি
কেউ বলে এইবার ব্যাটা মরলেই বাঁচি

ঘরে গুঞ্জন বরাদ্দ ভ্রুকুঞ্চন
ঘরে গুঞ্জন বরাদ্দ ভ্রুকুঞ্চন
দেখলেই মুছে যায় ছেলের হাসি, হাসি
অপরাধ একটাই জেনে রাখ সব্বাই
আমার বয়স হলো আশি।

কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি
কেউ বলে এইবার ব্যাটা মরলেই বাঁচি

বাসে ট্রামে উঠা দায়, বসলে লেডিস সিটে
মামনিরা মনে মনে বিরক্ত হয়
কেউ বা দেয় আওয়াজ, বুড়োটা ধান্দাবাজ
মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়
বাসে ট্রামে উঠা দায়, বসলে লেডিস সিটে
মা'মনিরা মনে মনে বিরক্ত হয়
কেউ বা দেয় আওয়াজ, বুড়োটা ধান্দাবাজ
মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়

বৃথা হয় প্রতিবাদ, বয়স টা বাধে সাধ
ছানি পড়া দু'টি চোখ পলক নামায়
সভ্য এ পৃথিবীর অসভ্য দংশনে
ছিড়ে ফেলে আমাদের এবং আমায়
পরিণতি একই জেনে, তবু তারই অবকাশে
ঘুটে যায় পুড়ে তবু গোবর হাসে

যৌবন যার নাম
যৌবন যার নাম, কাল সে তো বুড়ো ভাম
আজকের ফুলমালা কালকেই বাসি, বাসি
পরিণতি একটাই জেনে রাখ সব্বাই
সবার বয়স হবে আশি।

Keu Bole Buro Bham

Song Lyrics In Bengali

Keu Bole Buro Bham (কেউ বলে বুড়ো ভাম) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993) | Song from Youtube:


কেউ বলে বুড়ো ভাম লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Keu bole buro vam, keu bole paji
Keu bole eibar byata morlei bachi.
Keu bole buro vham, keu bole paji
Keu bole eibar byata morlei bachi.

Ghore gunjon boraddo vrukunchon
Dekhlei muchhe jay chher hasi, hasi
Aporadh ektai jene rakho sobbai
Amar boyos holo ashi.

See Also:
 More Song From Album Ei Besh Bhalo Achi (1993)

Post a Comment

0 Comments