Mon Diye Lekhapora Kore Jei Jon Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ei Besh Bhalo Achi release in 1993. Mon Diye Lekhapora Kore Jei Jon Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.
Mon Diye Lekhapora Kore Jei Jon Lyrics (মন দিয়ে লেখাপড়া করে যেই জন) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993)
Song: Mon Diye Lekhapora Kore Jei Jon
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ei Besh Bhalo Achi (1993)
Music Label: Saregama India Ltd.
Mon Diye Lekhapora Kore Jei Jon Song Lyrics in Bengali:
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মুছে যাবে অভাব, সব অনটন
হবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন।
মুছে যাবে অভাব, সব অনটন
হবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
বাংলা না ইংরেজি? সে প্রশ্ন থাক থাক
সিলেবাস দেখে প্রাণ "বাপ বাপ" ছাড়ে ডাক
বিজ্ঞান দু-প্রকার, আটখানা বই তার
ভূগোলটা গোলমেলে, গোটা দুই বই তার
ইতিহাসে জানা বেশি, বই তার থেকে বেশি
বইয়ের ভারেতে বুঝি ঢিলে হয়ে যাবে পেশী
অঙ্কটা আতঙ্ক, টিউটর নিয়ে নিই, নিয়ে নিই, নিয়ে নিই
সে যদি স্কুলেরই হয় তবে ফ্যান্টাস্টিক
কতশত আঁকা আছে, আঁকিয়ে কে ডাকা আছে
কতশত আঁকা আছে, আঁকিয়ে কে ডাকা আছে
কর্ম শিক্ষে আছে, সেলাই ভিক্ষে আছে
মাথা বন বন পিতা হেসে কন, মাতা হেসে কন
কী? কী? কী?
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
বাচ্চা হবেই শুনে চারিদিকে খোঁজ খোঁজ
কোথা ভালো স্কুল আছে, আলোচনা রোজ রোজ
কারা কটা ফর্ম দেবে, কারা কটা ছেলে নেবে
কারা কটা ফর্ম দেবে, কারা কটা ছেলে নেবে
প্রপার এডুকেশন, মোটামোটা ডোনেশন
ক্ষতি নেই যদি দাও ওভার-ওভারডোজ
রাত জেগে বাবাদের লাইন দিয়ে ফর্ম তোলা
রাত জেগে বাবাদের লাইন দিয়ে ফর্ম তোলা
ডোনেশন দিলে পরে পিছন দরজা খোলা
ছেলে কি প্রতিভাবান?
ছেলে কি প্রতিভাবান?
হক কথা শুনে যান
প্রতিভা-ট্রতিভা সব নাথিং বাট ফান
রাম নাম মনে করে জপে যান বার বার
একটি ছোট্ট কথা "ম্যানিপুলেশন"
এরপর পড়ে থাকে ভর্তির পরীক্ষা
ছেলে নয়, মা-বাবার অগ্নিপরীক্ষা
চুকে জীবনের দাম্পত্যের সুখ
গ্রামদেশে বিয়ে করা বাবা আনে হাতে ধরা
মায়েদের জন্যে ইংরেজি ওয়ার্ডবুক
তিনজনে শিক্ষিত হতে চায় রাতারাতি
শিক্ষাই সত্যি তলোয়ার প্রাণঘাতী
বাচ্চার হয়ে গেলে মা-বাবার প্রতীক্ষা
কবে স্কুলটাকে নিতে তাঁদের পরীক্ষা
সব কিছু ভালভাবে যদি শেষ হয়ে যায়
বাবা গর্বিত হয়ে মুখ দেখে আয়নায়
সব কিছু ভালভাবে যদি শেষ হয়ে যায়
বাবা গর্বিত হয়ে মুখ দেখে আয়নায়
বাচ্চাটা আয়নাতে দেখে শুধু আনমনে
হয়ত কোনো শপথ করে সে মনে মনে
শিক্ষার আয়নায় সমাজকে চেনা যায়
সমাজ কি দেখে মুখ শিশুদের আয়নায়?
যে শিশু জন্ম নিল শিক্ষার বহু দূরে
শিক্ষা কি আলো দেয় তার কালো মুখ ভরে?
কে বলবে তার কানে সুর আর গানে গানে
আশার বাণী, প্রবাদ কথন, মধুর ভাষণ?
কী? কী? কী?
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মুছে যাবে অভাব, সব অনটন
হবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন।
মুছে যাবে অভাব, সব অনটন
হবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
মন দিয়ে লেখাপড়া করে যেই জন
বড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।
Mon Diye Lekhapora Kore Jei Jon
Mon Diye Lekhapora Kore Jei Jon (মন দিয়ে লেখাপড়া করে যেই জন) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993) | Song from Youtube:
যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Mon diye lekhapora kore jei jon
Boro hoye garighora chorbe se jon.
Mon diye lekhapora kore jei jon
Boro hoye garighora chorbe se jon.
Muchhe jabe sob avab anoton
Hobe rashi rashi hasi makha tomar jibon.
Muchhe jabe sob avab anoton
Hobe rashi rashi hasi makha tomar jibon.
See Also:
♫ More Song From Album Ei Besh Bhalo Achi (1993)
0 Comments