Kolkata Lyrics (কোলকাতা) Nachiketa Chakraborty - Tinsho Bochhor Buke Niye | Ei Besh Bhalo Achi (1993)

Kolkata Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ei Besh Bhalo Achi release in 1993Tinsho Bochhor Buke Niye (Kolkata) Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Kolkata Lyrics Nachiketa Chakraborty

Kolkata Lyrics (কোলকাতা) Nachiketa Chakraborty - Tinsho Bochhor Buke Niye | Ei Besh Bhalo Achi (1993)

Song: Kolkata
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ei Besh Bhalo Achi (1993)
Music Label: Saregama India Ltd.

তিনশ বছর বুকে নিয়ে,
তিনশ বছর বুকে নিয়ে
পথ চলে ম্লান মুখে।
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা।

চারণকের তুমি মানসী গো,
জীবনানন্দের প্রিয়া।
কল্লোলিনী তিলোত্তমা,
তুমি সকলের হিয়া।
তবুও যৌবন ধুঁকে ধুঁকে মরে
তোমার জীর্ণ বুকে।
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা।

স্বপ্ন মাখা শহর জেনো
ডাকে হাতছানি দিয়ে।
ভিক্টরিয়া শহীদ মিনার
প্লানটোরিয়াম নিয়ে।
তবুও ফুটপাথে, মেলা ভিখারির
দেখেও দেখেনা লোকে।
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা।

কত গুণীজন বিদগ্ধ প্রাণ
তোমার ছবি আঁকে।
সত্যজিৎ রায়, মিনাল সেন
আরও কত ভুলবে কাকে।
তবুও ঋত্বিক, সুকান্ত মরে
জানতে পারেনা লোকে।
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা।

কত না উন্মাদনা ক্রিকেট আর
ফুটবল খেলায়।
রোদার ভাস্কর্য, ফিদা হোসেনের
চিত্রকলায়।
তবুও খেলার মাঠে অকারণে
মরে কত লোক।
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা, হো কোলকাতা
হো কোলকাতা।

Kolkata

Song Lyrics In Bengali

Kolkata (কোলকাতা) Nachiketa Chakraborty - Tinsho Bochhor Buke Niye | Ei Besh Bhalo Achi (1993) | Song from Youtube:


কোলকাতা লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Tinsho bochor buke niye,
Tinsho bochor buke niye
Poth chole mlan mukhe.
Ho Kolkata, ho kolkata
Ho Kolkata, ho kolkata
Ho Kolkata. .

Charnoker tumi Manosi go
Jibonander Priya
Kolloloni Tillottoma,
Tumi sokoler hiya
Tobuo joubon dhuke dhuke more
Tomar jirno buke.
Ho Kolkata, ho kolkata
Ho Kolkata. .

See Also:
 More Song From Album Ei Besh Bhalo Achi (1993)

Post a Comment

0 Comments