Kalo Meye Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ke Jay release in 1994. Kalo Meye Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.
Kalo Meye Lyrics (কালো মেয়ে) Nachiketa Chakraborty | Ke Jay (1994)
Song: Kalo Meye
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ke Jay (1994)
Music Label: Saregama India Ltd.
Kalo Meye Song Lyrics in Bengali:
এই মেয়ে,
(তোর খ্যাদা নাক, কালো রং, সব্বাই বলে সং
আসল অন্তরায় বাবার পকেট ফুটো।)X2
ধনবতী না, রূপবতীও না
তুই তো মুক্তো, আসলে ঝুটো।
এই মেয়ে,
বিয়েতো হবে না, কথাও কবে না
আইবুড়ি বলে শুধু দূরদূর ছাই ছাই।
আসলে দিলে পণ, দেবেরে তনু-মন
তোকেই সুন্দরী বলবে সব শালাই।
এই এই এই এই এই এই এ
তোর খ্যাদা নাক, কালো রং, সব্বাই বলে সং
আসল অন্তরায় বাবার পকেট ফুটো।
ধনবতী না, রূপবতীও না
তুই তো মুক্তো, আসলে ঝুটো।
বিয়েতো হবে না, কথাও কবে না
আইবুড়ি বলে শুধু দূরদূর ছাই ছাই।
আসলে দিলে পণ, দেবেরে তনু-মন
তোকেই সুন্দরী বলবে সব শালাই।
এই এই এই এই এই এই এ
(সোনা চাই, দানা চাই, পুরো মালিকানা চাই
Fridge-TV, গাড়ি-বাড়ি চাই-চাই-চাই।
তুই তো উপরি, যেন পণ্যের ক্যাশ-মেমো
কেউ বলবে না, "শুধু তোমাকে তোমাকে চাই।")X2
রাত জেগে জেগে শুধু, আয়নায় মুখ দেখা
হাজার লোকের ভিড়ে, তবুও তবুও একা।
লাজে তোর হেট মাথা ,সমাজের যারা মাথা
তাদেরতো লজ্জায় নেইকো বালাই।
আসলে দিলে পণ, দেবেরে তনু-মন
তোকেই সুন্দরী বলবে সব শালাই।
(তোর খ্যাদা নাক, কালো রং, সব্বাই বলে সং
আসল অন্তরায় বাবার পকেট ফুটো।
ধনবতী না, রূপবতীও না
তুই তো মুক্তো, আসলে ঝুটো।)X2
এই মেয়ে,
বিয়েতো হবে না, কথাও কবে না
আইবুড়ি বলে শুধু দূরদূর ছাই ছাই।
আসলে দিলে পণ, দেবেরে তনু-মন
তোকেই সুন্দরী বলবে সব শালাই।
এই এই এই এই এই এই এ
তোর খ্যাদা নাক, কালো রং, সব্বাই বলে সং
আসল অন্তরায় বাবার পকেট ফুটো।
ধনবতী না, রূপবতীও না
তুই তো মুক্তো, আসলে ঝুটো।
বিয়েতো হবে না, কথাও কবে না
আইবুড়ি বলে শুধু দূরদূর ছাই ছাই।
আসলে দিলে পণ, দেবেরে তনু-মন
তোকেই সুন্দরী বলবে সব শালাই।
এই এই এই এই এই এই এ
Kalo Meye
Kalo Meye Lyrics (কালো মেয়ে) Nachiketa Chakraborty | Ke Jay (1994) | Song from Youtube:
কালো মেয়ে লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Ei Meye,
Tor khanda nak, kalo rong, sobbai bole song
Asol antoray babar poket futo.
Dhonoboti-o na, rupoboti-o na
Tui to mukto, asole jhoto.
Ei meye,
Biyeto hobe na, kothao kobe na
Aiburi bole sudhu dur-dur chhai chhai.
Asole dile pon, debere tonu-mon
Tokei sundori bolbe sob shalai.
See Also:
♫ More Song From Album Ke Jay (1994)
0 Comments