Amaderto Kicchui Nei Lyrics (আমাদের তো কিচ্ছুই নেই) Nachiketa Chakraborty | Ke Jay (1994)

Amaderto Kicchui Nei Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ke Jay release in 1994Amaderto Kichchhui Nei Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Amaderto Kicchui Nei Lyrics Nachiketa Chakraborty

Amaderto Kicchui Nei Lyrics (আমাদের তো কিচ্ছুই নেই) Nachiketa Chakraborty | Ke Jay (1994)

Song: Amaderto Kicchui Nei
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ke Jay (1994)
Music Label: Saregama India Ltd.

Amaderto Kicchui Nei Song Lyrics in Bengali:

আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
সন্তুষ্টি একটুতেই আমাদের,
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
(স্বপ্ন দেখি পাশা-পাশি,
ওভার টাইমে ভালো বাসি।)X2

আহব্বান তাই সব্বাইকে, আহব্বান
আহব্বান তাই সব্বাইকে, আহব্বান
আহব্বান তাই সব্বাইকে, আহব্বান
আহব্বান তাই সব্বাইকে, আহব্বান
জীবন যে গেছে সামনে থমকে,
শেষ সম্বল বাচাও প্রেমকে, 
যদি বাচতে চাও. . .
দুনিয়ার প্রেমিক এক হও।
দুনিয়ার প্রেমিক এক হও।

আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের

(প্রেমিকের ঠাই নেই রাজ পথে,
গোলির অন্ধকারে কোন মতে।)X2
লুকিয়ে পাওয়ার চোখ,
শতবার গিলে ঢোক,
দু-তিন পা পথ চলা, গুটি খয়ে কথা বলা 
সিগারেট খেয়ে ভোলা বিচ্ছেদশোক। 

(উৎকণ্ঠায় মাখা প্রেমের দু-চারক্ষণ
বিছানায় সুয়ে সুয়ে রমনথন।)X2
যদি কোরতে না চাও. . .
দুনিয়ার প্রেমিক এক হও।
দুনিয়ার প্রেমিক এক হও।

আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের

(যদি যাও ময়দানে রোয়েছে পুলিশ,
টাকা যদি পকেটেতে থাকে ভাগ্গিস।)X2
রক্ষে তবেই পাবে,
বাচবে না কোন ভাবে,
প্রেমিকের ঠাই হবে হাজতঘরে।

(চোর খুনি ডাকাতেরা বুক চিতিয়েই ঘোরে
প্রেমিকেরা মুখ ঢাকে চোরের মতন।)X2
খুনি হয় দেশো নেতা,
দেশ প্রেম বিক্রেতা,
প্রেমিকেরা সাজা পায় খুনির মতন।

(প্রেমের নিরপত্তা রক্ষার্থে,
প্রেমহিন আজকের পৃথিবীর সার্থে।)X2
সংবিধানেতে প্রস্তাব নিয়ে যাও. . .
দুনিয়ার প্রেমিক এক হও।
দুনিয়ার প্রেমিক এক হও।

আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের
আমাদের তো কিচ্ছুই নেই, আমাদের

Amaderto Kicchui Nei


Amaderto Kicchui Nei Lyrics (আমাদের তো কিচ্ছুই নেই) Nachiketa Chakraborty | Ke Jay (1994) | Song from Youtube:


আমাদের তো কিচ্ছুই নেই লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Amader to kichhui nei, amader
sontusthi ektutei amader,
Amader to kichhui nei, amader
Swapno dekhi pasha-pashi,
Over-time-e valo basi.

Ahobban tai sobbaike, ahobban
Jibon je gechhe samne thomke,
Shes sombol bachao premke,
Jodi banchte chao. . .
Duniyar preamik ek hou.

See Also:
 More Song From Album Ke Jay (1994)

Post a Comment

0 Comments