Aami Jaai Bengali Song is Sung by Rupam Islam from his solo Album Aami release in 2020. Aami Jaai Bengali Somg Lyrics and Music composed by Rupam Islam.
Aami Jaai Lyrics (আমি যাই) Rupam Islam | Aami(2020)
Song: Aami Jaai
Singer, Lyrics & Music: Rupam Islam
Solo Album: Aami
Music Production & Guitars: Amyt Dutta
Label: Bangla Rock
Aami Jaai Song Lyrics in Bengali:
আদিখ্যেতার প্রশ্ন নেই,
কান্না চাইছিনা মোটেই
চোয়াল শক্ত থাকুক চোখে ঘনাক মেঘ,
এটা শিক্ষার প্রতিশোধ,
দুটো ভিন্ন মূল্যবোধ
মুখে বালিশ চেপে খুন হলো আবেগ।
গল্প মিলনান্ত না,
তাই আর ঢপের সান্তনা
দিয়ে জোড়া তালির নেই কোনো বালাই,
বদলানোর আগ্রহ নেই,
তুমি থেকো তোমাতেই
দরজা বন্ধ করে নিও আমি যাই. . .
বেশ তো হলো অনেক বাৎ, তর্কে তর্কে কাটলো রাত,
নিভলো মনের আলো জ্বললো অন্ধকার. . .
দার্শনিক এই অবসাদ, মুখে তেতো তেতো স্বাদ,
আরেকটু কাছে যাওয়া, তোমায় চুমু খাওয়া,
হলো না আমার. . .
পাশাপাশি নিকট নয়,
শরীর জাগার বিকট ভয়
মতাদর্শে বাতিল হালকা হাত ছোঁয়া,
তুমিও ঠিক, আমিও ঠিক,
ভুল নিতান্তই প্রাকৃতিক
খানিক র্যাডিকাল আর খানিক বুর্জোয়া।
কেউ হেরে যায় কেউ পড়ে,
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও জিতবেনা সবাই,
আপোষের আগ্রহ নেই,
তাই ভোট দিচ্ছি বিচ্ছেদেই
যুদ্ধ জয়ে তুমি থেকো আমি যাই. . .
জানি মোদ্দা কথা শেষ
তবু লেজুড় অবশেষ
জুড়তে ইচ্ছে করছে খুব, দিই জুড়ে,
স্বপ্নে দেখেছি তোমায়
হাটতে বালুকাবেলায়
ভিজে পা, তবুও তা যায় পুড়ে. . .
দু জোড়া পা, দুটো মন
একই লক্ষ্যে সারাক্ষন
দৈবপ্রেমে ভেজে তেজী সমুদ্দুর,
বাড়লো ঢেউ আরেক ধাপ
ভেঙে বালির কেল্লা গড়ার পাপ
স্বপ্নে মেলায় বস্তু তর্কে বহুদূর. . .
কেঠো চুক্তি, শুকনো বাৎ
সতর্কতায় কাটলো রাত,
পক্ষাঘাতের চেয়ে ভালো শোকাঘাত,
দার্শনিক এই অবসাদ
মুখে তেতো তেতো স্বাদ,
একটু কাছে আসা, তোমায় ভালোবাসা,
আরেকটু কাছে যাওয়া, তোমায় চুমু খাওয়া,
হলো না আমার. . .
কেউ হেরে যায় কেউ পড়ে,
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও জিতবেনা সবাই,
জোট সরকারে আস্থা নেই
তাই ভোট শূন্য ব্যালটেই
গণতন্ত্রে তুমি থেকো আমি যাই. . .
গল্প মিলনান্ত না
তাই আর বালের সান্তনা
দিয়ে জোড়া তালির নেই ধানাই পানাই,
বদলানোর আগ্রহ নেই তুমি থেকো তোমাতেই
দরজা বন্ধ করে নিও আমি যাই. . .
Aami Jaai
Aami Jaai (আমি যাই) Rupam Islam | Aami(2020) | Song from Youtube:
আমি যাই লিরিক্স - রূপম ইসলাম | আমি
Aadikkhetar proshno nei
Kanna chaichi na motei
Chowal shokto thakuk
chokhe ghonak megh
Eta sikkhar protisodh
Duto vinno mullo-bodh
Mukhe balish chepe khun holo aabeg
Golpo mila naam to na
tai aar dhoop-er shantona
diye jora taalir nei kono balai
Bodlanor aagroho nei
Tumi theko tomate
Dorja bondho kore nio
Aami Jai. . .
Besh to holo onek baat
Torke torke kaatlo raat
Nibhlo moner aalo
Jwollo ondhokaar
Darshonik ei oboshor
Mukhe teto teto swadh
Ektu kache jawa
Tomay chumu khawa
Holo na amar
Pasha-pashi nikot noy
Shorir jagar bikot bhoy
Motadorshe baatil halka haat choa
Tumi-o thik, Ami-o thik
Vul nitantoi prakritik
Khanik rady kaal ar khanik borjuya
Keu here jaay keu pore
Keu haarbe jene-o lore
Hazar cheshta korleo jeetbe na shobai
Aposher aagroho nei
Aposher aagroho nei
Tai vote dichchi bicchede
Juddho joye tumi theko
Ami Jai. . .
See Also:
More Song From Album Aami(2020)
0 Comments