Haal Chherona Bondhu Bengali Song is Sung by Kabir Suman from Album Tomake Chai release in 1992. Haal Chherho Na Bondhu Song Lyrics Written and Compose by Kabir Suman.
Haal Chherona Bondhu (হাল ছেড়ো না বন্ধু) Lyrics By Kabir Suman - Tomake Chai (1992)
Song: Haal Chherona Bondhu
Singer: Kabir Suman
Lyrics & Compose: Kabir Suman
Album: Tomake Chai (1992)
Music Label: HMV
Haal Chherona Bondhu Song Lyrics in Bengali:
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস,
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ,
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোলচাল,
পুরনো ঘর, পুরনো ঘর, কুড়োনো জঞ্জাল,
হাল ছেড়ো না…
হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি,
সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালবাসি,
স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে,
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে
আমারও তো বয়েস হচ্ছে, রাত বিরেতে কাশি,
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি,
বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো,
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো,
দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না!
হাল ছেড়ো না...
হাল ছেড়ো না বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
0 Comments