Putki Vai Bengali Song is Sung by Arob Dey & Indraneel Chatterjee from Bengali Web Series RIP, Rest in প্রেম release on CONFUSED Picture Youtube Channel. Putki Vai Song Lyrics Written by Arob and Compose by Indraneel Chatterjee & Arob. Rest in Prem Web Series, Starring: Sayan Ghosh, Sumana Das, Dipangshu Acharya, Subrata Sengupta, Madhumita Biswas, Ashmita Bhaduri, Dipak Das, Arob Dey, Avishek & Others and Directed by Arijit Sorkar.
Putki Vai Lyrics (পুটকি ভাই) Rest in প্রেম | Arob | Indraneel | Dipangshu
Song: Putki Vai
Singer: Arob Dey & Indraneel Chatterjee
Lyrics: Arob Dey
Composer: Indraneel Chatterjee & Arob
Arranged: Idraneel Chatterjee
Programming - Avishek & Shamik
Web Series: RIP, Rest in প্রেম
An Independent webseries by Arijit Sorkar
Producer: Susanto Prasad
Cast: Sayan Ghosh, Sumana Das, Dipangshu Acharya, Subrata Sengupta, Madhumita Biswas, Ashmita Bhaduri, Dipak Das, Arob Dey, Avishek & Others
Music Label: CONFUSED Picture
Putki Vai Song Lyrics in Bengali:
গাঁজা আমার ভালোবাসা
গাঁজা আমার ঘর,
বুকের মাঝে ভোলেবাবা
বাকি সব পর।
পেটের ভেতর খিদে আছে
চোখে আছে লাল,
মাথার ভেতর ডিস্কো নাচে
জটা মহাকাল।
এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর।
এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর।
উচ্চমাধ্যমিকে তিনবার ফেল,
দেশি মদ দিয়ে তাই করি গারগেল।
চোখ থাকে ঢুলুঢুলু
লিভার থাকে চাপে,
সামনে বছর খেলতে যাব
মাতাল বিশ্বকাপে।
এই পুটকি ভাই, একটু মদ ঢাল
একটু গিলে মেটে বানিয়ে দে ঝাল ঝাল।
যখনই তোমাকে দেখেছি
তখনই ভালো লেগেছে,
তোমাকে প্রোপোজ করেছি
তুমি থাবড়া মেরেছো গালে।
লজ্জা লেগেছে হেভি
তুমি ছিলে mah baby,
যেন স্বর্গীয় শ্রীদেবী
আমি অনিল কাপুর বালের।
লাভ নেই, সেক্স নেই
ধোকা নেই, ছ্যাঁকা নেই
তবুও যা কিছু আছে
পুটকি তা নিয়ে বাঁচে।
ছিলাম আছে, ফোঁকা আছে
প্ল্যাস্টিক শোঁকা আছে,
কেউটের খোকা আছে
যমরাজ কাকা আছে।
পুটকি ভাই একটু ব্রেক দে
মদ দিস না, মিল্কশেক দে
এই পুটকি ভাই একটু ব্রেক নে
মদ নিস না, মিল্কশেক নে।
বডি আমার শুকিয়ে গেছে
কাঠি চেহারা,
পালকি চড়ে শ্মশান যাবো
ডাকো বেহারা।
হু হুম না. . .
হু হুম না. . .
চুকিয়ে দেবো হিসেব নিকেশ
জীবনের খাতায়,
ল্যাংটো হয়ে নাচতে নাচতে
জ্বলবো যে চিতায়।
রাম নাম সত্য হে. . .
রাম নাম সত্য হে. . .
এই পুটকি ভাই তুই পুড়ে যা
স্বর্গের পরী হয়ে উড়ে যা।
এই পুটকি ভাই, টাটা বাই বাই
প্ল্যানচেটে মাঝে মাঝে আসা চায়।
এই পুটকি ভাই তুই হেভেনে
কিভাবে মজা করবি ভেবে নে,
এই পুটকি ভাই একটু নেচে নে
গন্ধ জাঙ্গিয়া টা কেচে নে।
এই সাবান ভাই একটু ডান্স মার
একটু কুঁচকি ঘষে ফ্যানা ঝাড়,
এই পুটকি ভাই একটু রাম দে
একটু ঘাড় ফাড় টিপে আরাম দে।
এই পুটকি ভাই একটু চিল মার
বাবুদের মৌচাকে ঢিল মার,
এই পুটকি ভাই একটু রোল কর
একটা দামড়া খাসির ঝোল কর।
এই পুটকি ভাই, একটা রোল কর
লইট্টা মাছের ঝোল কর. . .
এই পুটকি ভাই
পুটকি ভাই. . .
0 Comments