Bhrom Bengali Song is Written, Composed, Arranged and Performed by Lakkhichhara, release on Youtube 29th December 2020, Lakkhichhara Music Youtube Chanel. Bhrom Song Lyrics Written by Anirban Mazumder.
Bhrom Lyrics (ভ্রম) Song By Lakkhichhara
Song: Bhrom
Perform By: Bangla Band Lakkhichhara
Core members:
Rajiv Mitra - Vocals
Gaurab Chatterjee - Drums/ Dubki
Sanket Bhattacharya - Bass
Debaditya Chaudhury - Keyboards
Bodhisattwa Ghosh - Guitars
John Paul - Guitars
Anirban "Bob" Mazumder - Words
Mixed and mastered: Srirup Chatterjee
Video Edited: Shan Bhattacharya
Music Label: Lakkhichhara Music
Bhrom Song Lyrics in Bengali:
কথা হল এই
কেল্লা ফতে রোজ
কথা হল সেই
জিতে গেছি
বলেছিলাম না
আমার কাছে সব
আছে, বোঝো না
তুমি কিছুই
যা হোক তা হোক
করে উঠে গেছি
ধরা কে সরা
ভেবেছি যে রে
এই এত ভুল, এই এত ভ্রম
জমানো থাকল অহঙ্কারে
এই এত সাজ, এই এত নাম
ধ্বসে যাবে এরা সময়ের স্রোতে
মগ্ন হয়ে
স্বপ্নরাজ্যে বাস
চাঁদের আলোর
সিংহাসনে
কোন পাহাড়ে
উঠছি জানিনা
আলেয়া কী
ক্লান্তি জানে
আশপাশ জঞ্জাল
ঝলমলে কঙ্কাল
তাড়া করেছে
আবার আমাকে
এই এত ভুল, এই এত ভ্রম
জমানো থাকল অহঙ্কারে
এই এত সাজ, এই এত নাম
ধ্বসে যাবে এরা সময়ের স্রোতে
0 Comments