Jwalchhobi Bengali Song is Sung by Rupankar Bagchi and Subhamita Banerjee, release on Youtube 23rd December 2020, Asha Audio Youtube Chanel. Jalchhobi Song Lyrics Written by Arindam Saha and Compose by Joy Sarkar.
Jwalchhobi Lyrics (জলছবি) Rupankar & Subhamita | Joy Sarkar | Arindam Saha | Christmas Special
Song: Jwalchhobi
Vocals: Rupankar & Subhamita
Music Composition: Joy Sarkar
Lyrics: Arindam Saha
Recording, Mixing & Mastering: Goutam Basu @ Studio Vibrations
Video Presentation: Tamal Duary
Music Label: Asha Audio
Jwalchhobi Song Lyrics in Bengali:
আকাশ কোথায় যে মেশে,
সে তো কেউ জানে না।
বাতাস কোথায় যে বহে,
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা,
তা তো কেউ জানে না।
সাগর কোথায় যে শেষে,
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা,
হয়তো কেউ জানে না।
এস তুমি খুঁজে দেখো না. . .(Male)
আকাশ কোথায় যে মেশে,
সে তো কেউ জানে না।
বাতাস কোথায় যে বহে,
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা,
তা তো কেউ জানে না।
সাগর কোথায় যে শেষে,
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা,
হয়তো কেউ জানে না।
এস তুমি খুঁজে দেখো না. . .(Female)
আমার মনেতে মনের কোনতে,
তোমারই জলছবি।
হৃদয় মোহনা চাঁদের জোছনা,
মিষ্টি আজ সবই। (Female)
মনের মুকুলে নীলচে সাগরে,
তুমি যে নীলপরী।
তোমার প্রেমেতে আজ মন হারিয়ে,
এখন কি করি। (Male)
তোমায় ভালোবেসে আর তো
কিছু চাইনা।
তুমি ছাড়া মন মানে না। (Female)
হয়তো কখনো মেঘের মুলুকে,
হবে পরিচয়।
তোমার পরশে প্রেমের বরষে,
জীবন মধুময়। (Male)
আকাশে বাতাসে ফুলের সুবাসে,
আজ যে মনোময়।
সাঁঝের বেলাতে, রঙের মেলাতে,
আজ যে তুমিময়। (Female)
তোমার মনেরই মাঝে,
লুকিয়ে আছি আমি. . .
খুঁজে নিও আমার ঠিকানা। (Male)
আকাশ কোথায় যে মেশে,
সে তো কেউ জানে না।
বাতাস কোথায় যে বহে,
সে তো কেউ বোঝে না। (Female)
মেঘের কোথায় ঠিকানা,
তা তো কেউ জানে না।
সাগর কোথায় যে শেষে,
হয়তো কেউ বোঝে না। (Male)
আমার মনের ঠিকানা,
হয়তো কেউ জানে না।
এস তুমি খুঁজে দেখো না. . .
এস তুমি খুঁজে দেখো না. . .
এস তুমি খুঁজে দেখো না. . .(Duet)
Jwalchhobi
Jwalchhobi Lyrics (জলছবি) Rupankar & Subhamita | Joy Sarkar | Arindam Saha | Christmas Special Song from Youtube:
জলছবি গানের লিরিক্স - রূপঙ্কর । শুভমিতা । জয় সরকার
Amar monete moner konete,
Tomari jolchhobi.
Hridoy mohona chander jochona,
Misthi aaj sobi.
0 Comments