Swadhinata Lyrics (স্বাধীনতা) Silajit Majumder - Thik Ekhoni (1996)

Swadhinata Bengali Song is Sung by Silajit Majumder from his Album Thik Akhoni release in 1996. Tumi Hay Bujhbe Ki Chai (Swadhinata) Song Lyrics Written and Compose by Silajit Majumder. The Song Swadhinatar Mane (Swadhinata) was first release on 26th of January 1995 in Doordarshan.

Swadhinata Lyrics

Swadhinata Lyrics (স্বাধীনতা) By Silajit Majumder - Thik Ekhoni (1996)

Song: Swadhinata
Singer: Silajit Majumder
Lyrics & Compose: Silajit Majumder
Album: Thik Ekhoni (1996)

Swadhinata By Shilajit Song Lyrics in Bengali:

তুমি হায় বুঝবে কি ছাই
ফুরফুরে দিন কেটে যায়,
তুমি আর বুঝবে কি ভাই
ফুরফুরে দিন কেটে যায়,
বোঝাচ্ছ স্বাধীনতার মানে. .
যে অধীন দিনে রাতে, 
বুলেটে যে বুক পাতে (X2)
সে বুঝেছে স্বাধীনতার মানে।

তুমি হায় বুঝবে কি ছাই
গান গেয়ে দিন কেটে যায়, (X2)
বোঝাচ্ছ স্বাধীনতার মানে।
যে অধীন দিনে রাতে
বুলেটে যে বুক পাতে (X2)
সে বুঝেছে স্বাধীনতার মানে।

সে বুঝেছে খাঁচায় থেকে,
গরাদ ভাঙায় কী দম লাগে (X2)
লাগে কতো রক্ত কতো ঘাম. .

স্লিম জিমে ফেলে আসি ঘাম
ফরেন জিন্স কিনতে দিই দাম (X2)
স্বাধীনতার কেন বদনাম?

তুমি হায় বুঝবে কি ছাই
ফুরফুরে দিন কেটে যায়, 
তুমি হায় বুঝবে কি ছাই
গান গেয়ে দিন কেটে যায়,
বোঝাচ্ছ স্বাধীনতার মানে. .
যে অধীন দিনে রাতে
বুলেটে যে বুক পাতে (X2)
সে বুঝেছে স্বাধীনতার মানে।

পাড়ার নালায় লাশ ভাসলে,
পারাবারে ভাসাই জাহাজ (X2)
বিপ্লব ঘর-ছাড়া এক পাখি।

বাঁচলে পাখি তারই ঠোঁটে
খাবে ধান যেমন জোটে (X2)
দান ধ্যান, জ্ঞান বোল হাঁকি।
মন তার যতোই না চায়
যে পাখির বাঁচাই খাঁচায় (X2)
সেই বোঝে ভাঙা কতো কঠিন।

তুমি হায় বুঝবে কি ছাই
ফুরফুরে দিন কেটে যায়,
তুমি হায় বুঝবে কি ছাই
শান্তিতে দিন কেটে যায়,
স্বাধীন থাকা তোমার রোজের রুটিন
স্বাধীন থাকা আমার রোজের রুটিন
স্বাধীন থাকা তোমার রোজের রুটিন
স্বাধীন থাকা আমার রুটিন।

Swadhinata


Swadhin Thaka Amar Rojer Routine - Swadhinata Lyrics (স্বাধীনতা) - Shilajit Majumder | Song From Youtube



Post a Comment

0 Comments