Briddhashram Lyrics (বৃদ্ধাশ্রম) Nachiketa Chakraborty - Dalchhut (1999)

Briddhashram Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Dalchhut release in 1999. Chele Amar Mosto Manush (Briddhashram) Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Briddhashram Lyrics

Briddhashram (বৃদ্ধাশ্রম) Lyrics - Nachiketa Chakraborty - Dalchhut (1999)

Song: Briddhashram
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Dalchhut (1999)
Music Label: Saregama India Ltd.


ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্লাটে যায় না দেখা এপার-ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী-দামী,
সবচে কমদামী ছিলাম একমাত্র আমি!
ছেলের আমার আমার প্রতি অঘাধ সম্ভ্রম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!!

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরোনো ফ্লাটে রাখা যায় না।
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরোনো ফ্লাটে রাখা যায় না।
ওর বাবার ছবি, ঘড়ি, ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো পোষা বুড়ো ময়না!
স্বামী-স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড়ই কম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!!

নিজের হাতে ভাত খেতে পারতো না কো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে,
খোকা বোধয় আর কাঁদেনা, নেই বুঝি আর মনে!
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে।
দু'হাত আজো খোঁজে, ভুলে যায় যে একদম,
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!!

খোকারও হয়েছে ছেলে দুবছর হলো
আর তো মাত্র বছর পঁচিশ, ঠাকুর মুখ তোলো।
একশ বছর বাঁচতে চাই, এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকা হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষন রকম!
মুখোমুখি আমি খোকার বৃদ্ধশ্রম!
মুখোমুখি আমি খোকার বৃদ্ধশ্রম!
মুখোমুখি আমি খোকার বৃদ্ধশ্রম!

Briddhashram

Briddhashram (বৃদ্ধাশ্রম) Lyrics - Nachiketa Chakraborty | Song from Youtube:

Post a Comment

0 Comments