O Bou Bengali Folk Song is Sung by Ratan Kahar. O Bou Song Lyrics Written by Ratan Kahar and Composed By Ratan Kahar.
O Bou (ও বউ) Ratan Kahar New Song Lyrics | Ratan Kahar | Nibir
Song: O BouSinger/Tune: Ratan Kahar
Music: Nibir
Flute: Subrata Gogoi
Banjo: Pol Singh
Realised on Nibir Music Youtube Channel
O Bou Song Lyrics in Bengali:
তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে,
ও, তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে।
আমি আর কত কাল থাকবো বলো,
ঘর-জামাই শ্বশুর ঘরে...আর কত কাল,
আমি আর কত কাল থাকবো বলো,
ঘর-জামাই শ্বশুর ঘরে,
চলে যাবো আশ্বিন মাস করে,
ও, তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে।
আমি যে ঘরের এক ছেলে,
রাগ করে এসেছিলাম গো,
শ্বশুর ঘরে থাকবো যে বলে,
আমি যে ঘরের এক ছেলে,
রাগ করে এসেছিলাম গো,
শ্বশুর ঘরে থাকবো যে বলে।
এখন শাশুড়ি খানিক আদর করলে,
শালা-স্বমন্দিরা রাগ করে...শাশুড়ি খানিক,
এখন শাশুড়ি খানিক আদর করলে,
শালা-স্বমন্দিরা রাগ করে,
চলে যাবো আশ্বিন মাস করে,
ও, তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে।
আমি চলে যাবো বলে,
শ্বাশুড়ি দুঃখ করে বলে,
পরের ছেলে আমি বাবা
রাখবো কি করে...
আমি চলে যাবো বলে,
শ্বাশুড়ি দুঃখ করে বলে,
পরের ছেলে আমি বাবা
রাখবো কি করে।
আমার কত সাধের একটি মেয়ে
রেখো গো যত্ন করে,
চলে যাবো আশ্বিন মাস করে,
ও, তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে।
আমি আর কত কাল থাকবো বলো,
ঘর-জামাই শ্বশুর ঘরে...আর কত কাল,
আমি আর কত কাল থাকবো বলো,
ঘর-জামাই শ্বশুর ঘরে,
চলে যাবো আশ্বিন মাস করে,
ও, তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে।
ও, তুমি ধান পুঁতে নাও খপ করে
চলে যাবো আশ্বিন মাস করে।
চলে যাবো আশ্বিন মাস করে (X3)
2 Comments
x-)
ReplyDelete(k)
Delete