Shokal Theke Lukochuri Lyrics (সকাল থেকে লুকোচুরি) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)

Shokal Theke Lukochuri Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ki Hobe release in 1995Shokal Theke Lukochuri Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Shokal Theke Lukochuri Lyrics Nachiketa Chakraborty

Shokal Theke Lukochuri Lyrics (সকাল থেকে লুকোচুরি) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)

Song: Shokal Theke Lukochuri
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ki Hobe (1995)
Music Label: Saregama India Ltd.

Shokal Theke Lukochuri Song Lyrics in Bengali:

সকাল থেকে লুকো চুরি, খেলা সুরু করি আমরা চোর আর সূর্য সেপাই
হয় মেট্রোস্টেশন, গুরুপদর দোকান যেখানে পাই ঠাই লুকায়
লাল, লাল, লাল, লালালালা. . .
সামনে রাজ পথ ব্যস্ত মানুষের ভিড়েকে অলস সকাল
কর্ম হীনতায় কারো অবগ্যায় উদ্ভতো চাওনি আড়াল
হয় মেট্রোস্টেশন গুরুপদর দোকান যেখানে পাই ঠাই লুকায়
লালা, লালালালা, লালাল, লালা, লা, লা. . .

কখনো বৃষ্টির নজোর এড়াতে, দিয়েছে আস্রয় হাসপাতাল
যেখানে মৃত্যুর খাস মহল সেখানে, আমরা জীবনের নেশাই মাতাল
কখনো কলেজের ঘন্টা বেজে ওঠে, সময় দ্রুতো ছোটে রাতে
রাত্রি ঘনায়, ব্যার্থতা জানায়, জীবন চলে একই খাতে
হয় বিদায় নেয়া, হাজেরা মোড়ে যাওয়া, ফেরা পাছে মিনি বাছে ঝাপায়
লালা, লালালালা, লালা, লালালা, লালালা. . .

উদ্ভ্রান্ত এক ঝাক যুবক নিলে, রাখত ফুটপাত সরগরম
অজথা গ্যান দিলে, গালি গালাজ গিলে, চায়ের দাম দেয়া শাস্তি চরম
কখনো গান গাওয়া, আসায় পথ চাওয়া,
আসবে আমাদের ও দিন
রকেতে বোসে বোসে ঝাপসা চোখে দেখা হাজার স্বপ্ন রোঙ্গীন
আজ পিছন ফিরে, অতীত নদী তীরে, বিফল ভাঙ্গা ভেলা ভাসায়
লালালা, লালা, লালালালা, লালা, লালালালা, লালা. . .

Shokal Theke Lukochuri

Song Lyrics In Bengali

Shokal Theke Lukochuri Lyrics (সকাল থেকে লুকোচুরি) Nachiketa Chakraborty | Ki Hobe (1995) | Song from Youtube:


সকাল থেকে লুকোচুরি লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Shokal theke lukochuri, khela shuru kori aamra chor aar surjo sepai
Hoy metro-station, gurupador dokan jekhane pai thai lukai. . .

See Also:
 More Song From Album Ki Hobe (1995)

Post a Comment

0 Comments