Madarir Gaan Lyrics (মাদারির গান) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)

Madarir Gaan Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ki Hobe release in 1995Madarir Gaan Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Madarir Gaan Lyrics Nachiketa Chakraborty

Madarir Gaan Lyrics (মাদারির গান) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)

Song: Madarir Gaan
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ki Hobe (1995)
Music Label: Saregama India Ltd.

"মেহেরবান, কদরদান
পেহেলে তালিয়া ফির গালিয়া"
ভদ্রর লোগ, এখন আমি যে খেলা দেখাব আপনাদের
এটা বাঁন্দর  খেলা আছে
লেকিন আমার বাঁন্দরগুলো সব শিক্ষিত বাঁন্দর আছে
এ সব শিক্ষিত বাঁন্দরদের উদ্দেশে
আমি কি বলছি একটু মন দিয়ে শুনেন ভাই
"এ জমকে ভাইয়া"

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

টক টরে টক টক টরে টাক্কা
টাকায় চলে পৃথিবীর চাক্কা
টক টরে টক টক টরে টাক্কা
টাকায় চলে পৃথিবীর চাক্কা

শিক্ষার মোড়কটা ছিঁড়ে ফেল, দে ঝটকা
ডিগ্রিটা মুড়ে রাখ শিকেয় তুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

কোন কাজে লাগে তিন সূত্র নিউটনের?
দৈনন্দিন কাজে কি খুব প্রয়োজনের?

ফিজিওলজি বায়োলজি হাঃ হাঃ
ফিজিওলজি বায়োলজি খুব কি কাজের কাজী?
হবি তো কেরানি নাকে চশমা তুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

"আও মেহেরবান পেয়সা ফেকো"

পড়াশোনা শিখে তুই
বেকার বা কেরানি
দুবাই, বোম্বের রাজা যে
টিপ-ছাপ সে দেয় হাউ ফানি!

স্টার  বা মিনিস্টার 
স্টার  বা মিনিস্টার সবাই চাকর তার
তার টাকা খায় সব দু'হাত তুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

ডারউইন বলেছিলেন
"মানুষ বাঁদর ছিল"
আসলে মানুষ আজও
বাঁদরই রয়ে গেলো

বাঁদরেরই মতন আছি
আমরাও এই কলিকালে
অজানা মাদারির
অদৃশ্য ডুগির তালে

হাজার বিজ্ঞাপন, শত মনোরঞ্জন
জীবনের যন্ত্রণা থাক না ভুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

টক টরে টক টক টরে টাক্কা
টাকায় চলে পৃথিবীর চাক্কা
টক টরে টক টক টরে টাক্কা
টাকায় চলে পৃথিবীর চাক্কা

শিক্ষার মোড়কটা ছিঁড়ে ফেল, দে ঝটকা
ডিগ্রিটা মুড়ে রাখ শিকেয় তুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

যারে যা, যা যা ভুলে
শিখেছিস যা সব যা ভুলে
সব শিক্ষাই ভিক্ষা শেখায়
নাচে খ্যামটা ঘোমটা তুলে

Madarir Gaan

Song Lyrics In Bengali

Madarir Gaan (মাদারির গান) Nachiketa Chakraborty | Ki Hobe (1995) | Song from Youtube:


মাদারির গান লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Jarre ja, ja ja vule
Shikhechis ja sob ja vule
Sob shikhai vikha shekhay
Nachhe khamta ghomta tule.

See Also:
 More Song From Album Ki Hobe (1995)

Post a Comment

0 Comments