Bhoy Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ki Hobe release in 1995. Bhoy Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.
Bhoy Lyrics (ভয়) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)
Song: Bhoy
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ki Hobe (1995)
Music Label: Saregama India Ltd.
ডাইনে বায়ে, গঞ্জে-গাঁয়ে,
পুরন অথবা নতুন অধ্যায়,
ডাইনে বায়ে, গঞ্জে-গাঁয়ে,
পুরন অথবা নতুন অধ্যায়,
বিশৃঙ্খলা যতই বাড়ুক গণতন্ত্র, রাষ্ট্রযন্ত্র,
দুচোখ বুজে রয়,
ভয়, ভয়, ভয়, ভয়, পাছে ভোট নষ্ট হয়,
পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়।
ডাইনে বায়ে, গঞ্জে-গাঁয়ে,
পুরন অথবা নতুন অধ্যায়,
ডাইনে বায়ে, গঞ্জে-গাঁয়ে,
পুরন অথবা নতুন অধ্যায়,
বিশৃঙ্খলা যতই বাড়ুক গণতন্ত্র, রাষ্ট্রযন্ত্র,
দুচোখ বুজে রয়,
ভয়, ভয়, ভয়, ভয়, পাছে ভোট নষ্ট হয়,
পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়।
পড়াসুনো আর ভাবনা-চিন্তা,
নাচছে সিকেয় তাধীন-ধীনতা,
পড়াসুনো আর ভাবনা চিন্তা,
নাচছে সিকেয় তাধীন-ধীনতা,
বিরাশি প্রহর সংকৃতন মাইকে প্রবল চিৎকার,
বিরাশি প্রহর সংকৃতন মাইকে প্রবল চিৎকার,
রাষ্ট্র হেসে বলেন,
এযে গণতান্ত্রীক অধীকার।
শব্দ দূষণ প্রতিকার,
সে যে বিজ্ঞাপনের কথা,
ভবিষ্যতের ভাবনায় নেই, কারো মাথা ব্যাথা,
আসলে হাজারটা লোক,
আসলে হাজারটা লোক, ও তাদের ভোট রয়েছে ধর্মময়,
তাই, ভয়, ভয়, ভয়, ভয়, পাছে ভোট নষ্ট হয়,
পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়।
শহরের এক কোনে বেড়ে চলে
অন্ধকারের চক্র।
সমাজ বিরোধী মাস্তান পোড়ে
একতা ওদের অস্ত্র।
ওদেরই তো দেখি ভোটের সময়,
নানান রঙেতে রাঙ্গানো জামায়,
রাষ্ট্র তখন প্রাণ পণে ভোলে ওদের পরিচয়, তাই
তাই, ভয়, ভয়, ভয়, ভয়, পাছে ভোট নষ্ট হয়,
পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়।
ডাইনে বায়ে, গঞ্জে-গাঁয়ে,
পুরন অথবা নতুন অধ্যায়,
ডাইনে বায়ে, গঞ্জে-গাঁয়ে,
পুরন অথবা নতুন অধ্যায়,
বিশৃঙ্খলা যতই বাড়ুক গণতন্ত্র, রাষ্ট্রযন্ত্র,
দুচোখ বুজে রয়,
ভয়, ভয়, ভয়, ভয়, পাছে ভোট নষ্ট হয়,
পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়।
Bhoy
Bhoy (ভয়) Nachiketa Chakraborty | Ki Hobe (1995) | Song from Youtube:
ভয় লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Daaine baye gonje gaaye
Purano othoba nutun oddhaye
Bissringkhola jotoi baaruk
Gonotontro rashtro jontro du chokh buje roy
Bhoy, bhoy, bhoy, bhoy
Pache vote noshto hoy
Porashuna aar bhabna chinta
Nachche shikey ta dhin dhin taa
Birashi prohor shongkirton
Mic e probol chitkaar
Rashtro heshe bolen
Eje gonotantrik odhikaar
Shobdo dushon protikaar
Sheto biggaponer kotha
Bhobisshoter kothae nei kaaro matha betha
Ashole hajarta lok hotaader vote
Royeche dhormo moy
Voy, voy, voy, voy
Pache vote noshto hoy
Shohorer ek kone bere chole
Ondhokarer chokro
Shomaaj birodhi mastaan fore
Ekota oder ostro
Oderi to dekhi vote er shomoy
Nanan ronger rangano jamae
Rashtro tokhon praanpone bhole
Oder porichoy
Bhoy, bhoy, bhoy, bhoy
Pache vote noshto hoy
See Also:
♫ More Song From Album Ki Hobe (1995)
0 Comments