Ei Mayabi Chander Raate Bengali Song is Sung by Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty, Barnomala from Bengali Movie Baba Baby O. Tar Pore Ar Ganer Kotha Mone Nai (Ei Mayabi Chander Raate) Bengali Song Lyrics Written by Chamok Hasan, Firoza Bonhi and Composed by Chamok Hasan and Movie Directed by Aritra Mukherjee.
Ei Mayabi Chander Raate Lyrics (এই মায়াবী চাঁদের রাতে) Chamok Hasan | Bonhi | Baba Baby O
Song: Ei Mayabi Chander Raate
Singer: Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty, Barnomala
Lyrics: Chamok Hasan, Firoza Bonhi
Composition: Chamok Hasan
Arrangements & Design: Amit- Ishan, Rudraneel Chowdhury
Mixing & Mastering: Amit Chatterjee
Movie: Baba Baby O
Director: Aritra Mukherjee
Cast: Jisshu Sengupta, Solanki Roy
Music Label: Windows Production House
Ei Mayabi Chander Raate Song Lyrics in Bengali:
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।
শুনতে চাই,
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
কিন্তু. . .
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান।
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।
বলো! শুনতে চাই!
কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।
এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।
ছিল? কোথায় গেল?
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
বা, বা,
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
তারপর?
সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।
বলো শুনতে চাই. . .
কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।
Ei Mayabi Chander Raate
Ei Mayabi Chander Raate Lyrics (এই মায়াবী চাঁদের রাতে) Chamok Hasan | Bonhi | Baba Baby O | Song from Youtube:
এই মায়াবী চাঁদের রাতে লিরিক্স - বাবা বেবি ও
Ei mayabi chander raate,
Rekhe hat tomar haate,
Moner ek gopon kotha tomay bolte chay.
Shunte chay,
Kintu tarpore aar gaaner kotha mone nai
Haye haye, tarpore arr gaaner kawtha mone nai.
Kintu,
Bolechhile amar jonno likhbe emon gaan
Hobe ek mishti modhur premer upakhyan.
Shono priyo shono diye mon
Sei gaani gaichhi ekhon
Ekhoni gaaner bhasay swopno asha
Tomay shonate chay. . .
See Also:
More Song From Baba Baby O Movie
0 Comments