Gopon Premika Bengali Song is Perform by Taalpatar Shepai, release on Youtube 29th Dec, 2021 Taalpatar Shepai Youtube Chanel. Gopon Premika Song Lyrics Written by Kritee Roy and Compose by Pritam Das & Suman Ghosh.
Gopon Premika Lyrics (গোপন প্রেমিকা) By Taalpatar Shepai
Song: Gopon Premika
Vocal, Drums, Vst Programming: Pritam Das
Lyrics: Kritee Roy
Composition: Pritam & Suman
Guitar: Suman Ghosh
Bass: Suman and Pritam
Screenplay: Taalpatar shepai
Direction: Pritam Das
শোনো, গোপন প্রেমিকা শোনো
দেখো পৌষালি গোধূলি এখনও
গোলাপি আলোয় তাই বানভাসি।
বিবাগী হাওয়ারা দেখো রংরূটে
ক্লান্ত আকাশও পারেনি ছুঁতে
সাদা পরীর হাতের মায়াবী বাঁশি!
অলিগলি মেশে কলেজস্ট্রীটের ঘরে
পুরোনো বইয়ের গন্ধ ফেরি করে
মাধুকরী করে খুচরো খুশির সিকি।
চাঁদখানি গেঁথে গেছে রাংতা মুড়ে
হাওড়াব্রীজের ইস্পাত পাঁজরে
পার্কস্ট্রীটে দেখো তারাদের ঝিকিমিকি।
আমাকেই কি চমকে দিতে
রঙিন পসরার এই ডালি?
ভালোবাসায় বাঁধতে চেয়ে আজীবনে
সাজানো খামখেয়ালি?
ময়দানের খোলা ঘাসের মাদুরে
চলো পা ছড়িয়ে বসবো আজ,
তোমার রূপকথায় হলুদ ট্যাক্সি হোক
কাল্পনিক পক্ষীরাজ।
শোনো, গোপন প্রেমিকা শোনো
এখানে ভীড়ে গল্পের হদিস কোনও
অফিসপাড়া জুড়ে ঘরেফেরা ছুটির মুখ।
হাতে টানা দেখো রিকশা ছুটছে জোরে
কারা জল মাখে গঙ্গার ঘাটে ভোরে
হিমেল ফুটপাত সূর্য খুঁজে উৎসুক।
শোনো, গোপন প্রেমিকা শোনো
গোধুলি ফেরিঘাটেতে এখনও
আলোর মালায় সাজানো কত কথা।
শোনো প্রিয়তমা, আজকে বলছি শোনো
গোলাপ দিয়ে বলা হয়নি কখনও
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা. . .
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা।
Gopon Premika
Gopon Premika (গোপন প্রেমিকা) Taalpatar Shepai Song from Youtube:
গোপন প্রেমিকা লিরিক্স - তালপাতার সেপাই
Shono gopon preamika shono
Dekho poushali godhuli ekhono
Golapi aaloy tai banvashi.
Bibagi haoyara dekho rongrute
Klanto akasho pareni chhute
Sada porir hater mayabi banshi!
0 Comments