Sekhaney Bengali Song is Sung by Rishi Panda, release on Youtube 20th August 2021, Rishi Panda Youtube Chanel. Sekhane Bengali Song Lyrics Written by Shankhadip Paria & Compose by Rishi Panda.
Sekhaney Lyrics (সেখানে) Rishi Panda Song
Song: Sekhaney
Singer: Rishi Panda
Music: Rishi Panda
Lyrics: Shankhadip Paria
Illustration & Animation: Rishi Panda
Music Label: Rishi Panda
Sekhaney Song Lyrics in Bengali:
আগুন আলোয়, পুড়িয়ে সময়
গোধূলি রং, মাখিয়ে ধুলোয়
আমি দাঁড়িয়ে যেখানে, তোমায় গান শোনাতাম,
শুধু দাঁড়িয়ে যেখানে, তোমায় গান শোনাতাম।
ছোঁয়ায় সেই হাত, চেনা রাস্তায়,
লুকিয়ে বলা, আগোছালো ভয়
ফুরোনো গানে, বন্দী চেনা নাম।
হাত বাড়িয়ে সেখানে, ধুলো রং চেনাতাম
আর দাঁড়িয়ে সেখানে, তোমায় গান শোনাতাম
ক্লান্ত বিকেল, বোবা জলসায়
অকাল সন্ধ্যা, দেয়াল ভরায়
শুকোনো মেঘের সঙ্গী ছেঁড়া খাম,
সুর হারিয়ে সেখানে, অভিমান জমাতাম
তবু দাঁড়িয়ে সেখানে, তোমায় গান শোনাতাম।
Sekhaney
Sekhaney Lyrics (সেখানে) Rishi Panda Song | Song from Youtube:
সেখানে লিরিক্স - ঋষি পান্ডা
Agun aaloy, puriye somoy
Godhuli rong, makhiye dhuloy
Ami dariye jekhane, tomay gaan shonatam,
Shudhu dariye jekhane, tomay gaan shonatam.
Chhoyay sei hat, chena rastay,
Lukiye bola, agochhalo voy
Furano gaane bondi chena nam
Hat bariye sekhane, dholo rong chenatam
Aar dariye sekhane, tomay gaan shonatam.
0 Comments