Hote Pari Bengali Song is Sung by Rishi Panda, release on Youtube 30th July 2021, Rishi Panda Youtube Chanel. Hote Pari Gaan Tomake Niye Bengali Song Lyrics Written by Shankhadip Paria, Rishi Panda and Compose by Rishi Panda.
Hote Pari Lyrics (হতে পারি গান) Rishi Panda Song
Song: Aponbhola
Singer: Rishi Panda
Lyrics: Shankhadip Paria, Rishi Panda
Music & Mix: Rishi Panda
Music Label: Rishi Panda
Hote Pari Song Lyrics in Bengali:
হতে পারি গান তোমাকে নিয়ে
হতে পারি সুর তোমাকে ছুঁয়ে
সুরেরই দোটানায়,
ভাবনারা ছুটি পায় ধোঁয়ায়।
হতে পারি দূর আকাশের নীল
হওয়া যায় তোমার রঙেতে সামিল।
দুরেরই ইশারায়,
তোমার হাসি ভেসে যায় - হাওয়ায়।
হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন
লা লা লা লা লা লা. . .
সুরেরই খাতায় তোমাকে এঁকে
দিতে পারি এক অচেনা রাতে।
আদর ধরা দেয়,
সকাল ছুঁয়ে যায়,
আকাশ ধুয়ে দেয় তোমায়।
হতে পারি রং তোমার মনে
হওয়া যায় জীবন তুলির টানে।
সময় থেমে যায়,
ক্যানভাস এর আঙিনায় - হারায়।
হতে পারি তাই যেমন চাও তেমন
হতে পারি তাই যেমন চাও তেমন
লা লা লা লা লা লা. . .
Hote Pari
Hote Pari (হতে পারি গান) Rishi Panda Song from Youtube:
হতে পারি গান লিরিক্স - ঋষি পান্ডা
Hote pari gaan tomake niye
Hote pari sur tomake chhuye
Sureri dotanay
Vabnara chuti pay dhoyay.
Hote pari dur akasher neel
Haoyay jay taomar rongete samil
Dureri isharay
Tomar hasi vese jay - haoyay.
Hote pari tai jemon chao temon
Hote pari tai jemon chao temon
La la la la la la
0 Comments