Chi Chi Chi Bengali Song is Performed by Cactus, release on Youtube 20th August 2021, Sidhu Bangla Rock Youtube Chanel. Chi Chi Chi Song Lyrics Written and Compose by Siddhartha Ray (Sidhu).
Chi Chi Chi Lyrics (ছিঃ ছিঃ ছিঃ) Cactus | Bangla Rock Band Song
Song: Chi Chi Chi
Vocals: Siddhartha Ray (Sidhu) & Abhijit Barman (Pota)
Lyrics & composed by: Siddhartha Ray (Sidhu)
Arranged & performed by: Cactus
Guitar & Backing vocals: Boidurjyo Chowdhury
Guitar: Samrat Banerjee
Bass Guitar: Prasanto Mahato
Keys: Sayantan Chatterjee
Drums: Arnab Dasgupta
Mixed by: Srirup Chatterjee
Mastered by: Shomi Chatterjee
Video Cinematography, Edit & Direction : G R Ratno
Music Label: Cactus
Chi Chi Chi Song Lyrics in Bengali:
গণতন্ত্রের,. .গন-টা আমরা সকলে. .এ এ এ. . .
গণতন্ত্রের,. .গন-টা আমরা সকলে. .এ এ এ. . .
গণতন্ত্রের,. .গন-টা আমরা সকলে. .এ এ এ. . .
জনগণ সাধারণ. .জনগণ সাধারণ. .
জনগণ সাধারণ. .জনগণ সাধারণ. .
গণতন্ত্রের,. .তন্ত্র-টা ওদের দখলে. .এ এ এ. . .
গণতন্ত্রের,. .তন্ত্র-টা ওদের দখলে. .এ এ এ. . .
ভোট জেতা নেতাগণ. .ভোট জেতা নেতাগণ. .
ভোট জেতা নেতাগণ. .ভোট জেতা নেতাগণ. .
মিথ্যে প্রতিশ্রুতি, ভুলে যেতে দেরী নেই
যেমন আছি থাকবো, গলা-জল দৈন্যের।
ইস্তেহারের দাবী, ঢক গিলতে দেরি নেই
যেমন আছি থাকবো, বাহুবল আইনেই।
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ. . .
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ।
ছিঃ ছিঃ ছিঃ!!! কেন যে সব মেনে নিচ্ছি
ছিঃ ছিঃ ছিঃ!!! এখনো সব মেনে নিচ্ছি
ছিঃ ছিঃ ছিঃ!!! কেন যে সব মেনে নিচ্ছি
ছিঃ ছিঃ ছিঃ!!! এখনো সব. . .
শীত-তাপ নিয়ন্ত্রিত ঘরে, দৈনিক নীল-রঙ নকশায়
যারা কাজ করে মাঠে প্রান্তরে, কেউ যেন না ফসকায়।
চলবে মগজ ধোলাই, মানুষ মানুষে বিভাজন
দলবাজির মতভেদে, পর হবে প্রিয়জন।
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ. . .
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ।
ছিঃ ছিঃ ছিঃ!!! মিথ্যেকেও ঠিক বলছি
ছিঃ ছিঃ ছিঃ!!! ভুল মিছিলে চলছি।
ছিঃ ছিঃ ছিঃ!!! কেন যে সব মেনে নিচ্ছি
ছিঃ ছিঃ ছিঃ!!! এখনো সব মেনে নিচ্ছি
ছিঃ ছিঃ ছিঃ!!! কেন যে সব মেনে নিচ্ছি
ছিঃ ছিঃ ছিঃ!!! এখনো সব. . .
ছিঃ ছিঃ ছিঃ লিরিক্স - ক্যাকটাস
Gonotontrer gono-ta amra sokole
Jonogon sadharon. .jonogon sadharon. .
Gonotontrer tantro-ta oder dokhole
Vote jeta netagon. .vote jeta netagon. .
Mithye protishruti, vule jete deri nei
Jemon achhi thakbo, gola-jol doyin-er.
Isteharer dabi, dhok gilte deri nei
Jemon achhi thakbo, bahubol aineii.
Sudhu Kobir vasay shobdo thake jagoron
Sudhu Kobir vasay shobdo thake jagoron.
Chi Chi Chi! keno je mene nichhi
Chhi Chhi Chhi! elhono sob mene nichhi
Chhi Chhi Chhi! keno je mene nichhi
Chi Chi Chi! ekhono sob. .
0 Comments