Amar Desh Bengali Song is Sung by Nachiketa Chakraborty, release on Youtube 14th August 2021, Asha Audio Youtube Chanel. Amar Desh Song Lyrics Written by Rajib Chakraborty and Compose by Ashu Chakraborty.
Amar Desh Lyrics (আমার দেশ) Nachiketa Chakraborty | Independence Day Special
Song: Amar Desh
Vocal: Nachiketa Chakraborty
Music: Ashu Chakraborty
Lyrics: Rajib Chakraborty
Music Label: Asha Audio
Amar Desh Song Lyrics in Bengali:
আমার ভাষার ওপর যদি কারও চলে দখলদারী
আমিও কিন্তু আঙুল তুলে প্রশ্ন করতে পারি।
আমার মাটির ওপর কাঁটাতারের ছায়াও যদি পরে
হাজার আমি মুঠো তুলে বলবো সমস্বরে,
চোখ রাঙানো এতো সহজ নয়।
আমি পাবোনা, পাবোনা, আমি পাবোনা আর ভয়।
স্বপ্নে আমি সকাল দেখি, দেখি রাতের শেষ,
স্বপ্নে আমি সকাল দেখি, দেখি রাতের শেষ,
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
আমার মাটি, আমার ধান, আমার কণ্ঠ, আমার গান,
আমার আকাশ, আমার ঘর, আমার যদি, আমার চর,
মানুষ শুধুই মানুষ চেনে, যতই চেনা জাত
মানুষ শুধুই মানুষ চেনে, যতই চেনা জাত,
এই ঘরেতেই লালন আছে আর রবীন্দ্রনাথ,
এই ঘরেতেই লালন আছে আর রবীন্দ্রনাথ,
চোখ রাঙানো এতো সহজ নয়।
আমি পাবোনা, পাবোনা, আমি পাবোনা আর ভয়।
স্বপ্নে আমি সকাল দেখি, দেখি রাতের শেষ,
স্বপ্নে আমি সকাল দেখি, দেখি রাতের শেষ,
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
এটাই আমার জন্মভূমি, এটাই আমার দেশ।
আমার দেশ লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Amar vasar opor jodi karo chole dokholdari
Amio kintu angul tule proshno korte pari.
Amar matir opor kantatarer chhayao jodi pore
Hajar ami mutho tule bolbo somoswore,
Chokh rangano eto sohoj no.
Ami pabona, pabona, ami pabona aar voy.
Swapne ami sokal dekhi, dekhi raater sesh,
Swapne ami sokal dekhi, dekhi raater sesh,
Etai amar Jonmovumi, Etai amar Desh.
0 Comments