Roj Ghum Theke Otha Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ke Jay release in 1994. Roj Ghum Theke Otha Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.
Roj Ghum Theke Otha Lyrics (রোজ ঘুম থেকে ওঠা) Nachiketa Chakraborty | Ke Jay (1994)
Song: Roj Ghum Theke Otha
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ke Jay (1994)
Music Label: Saregama India Ltd.
Roj Ghum Theke Otha Song Lyrics in Bengali:
রোজ ঘুম থেকে ওঠা আর দাত মাজা
খবর কাগজে দুঃসংবাদ খোঁজা।
দারুন ব্যস্ততায় স্নান খাওয়া সারা হয়
জীবনে আরেক দিন আবার বাড়তি হয়।
আবার রাত্রি হবে তাইতো সকাল হয়,
আশাকে পণ্য করে তবুও ব্যবসা হয়।
তবুও তো নিশি রাতে,
তবুও তো নিশি রাতে শহর বাঈজী সাজে,
ধর্মতলার মোড়ে অধর্ম গান গায়।
ও ও ও ও ও দিয়ানা তা দিয়ানা
ও ও ও ও ও দিয়ানা তা দিয়ানা
বাসেতে আর ট্রামে গরমে আর ঘামে,
বাসেতে আর ট্রামে গরমে আর ঘামে
ঘৃণা অসন্তুশ বেচা কেনা কম দামে।
তবুও নন্দনে দৃষ্টিনন্দনে,
তবুও নন্দনে দৃষ্টিনন্দনে,
প্রয়াসে মাতে শত বরাহনন্দনে।
রাজবাড়ি অবরোধে হাজারটা প্রান যায়
নেতারা মন্ত্রি হতে মানুষের বলি চায়।
তবুও আকাশ তলে,
তবুও আকাশ তলে মানুষ মিছিলে চলে
নেতাদের খ্যাতি চাই সবার কন্যাদায়।
ও ও ও ও ও দিয়ানা তা দিয়ানা
ও ও ও ও ও দিয়ানা তা দিয়ানা
স্বপ্ন সাদাকালো মন্দ আর ভালো,
স্বপ্ন সাদাকালো মন্দ আর ভালো,
দ্বন্ধ সন্ধানে মোমবাতি জ্বালো।
গৃহিণী পাশে শুয়ে একে একে দুয়ে,
গৃহিণী পাশে শুয়ে একে একে দুয়ে,
গাঢ়েতে পাউডার হালকা ভাবে ছুঁয়ে।
বয়ে চলে জীবনের এক সুর একই ধারা,
কবিতার বইয়ে শুধু রাত্রির কড়ানাড়া।
জীবন অর্থহীন,
জীবন অর্থহীন শুনো হে অর্বাচীন
বলে দূষণেতে ভরা মন্দ দক্ষিণা বায়।
ও ও ও ও ও দিয়ানা তা দিয়ানা
ও ও ও ও ও দিয়ানা তা দিয়ানা
Roj Ghum Theke Otha
Roj Ghum Theke Otha (রোজ ঘুম থেকে ওঠা) Nachiketa Chakraborty | Ke Jay (1994) | Song from Youtube:
রোজ ঘুম থেকে ওঠা লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Roj ghum theke otha aar daat maja
Khobor kagoje duhsangbad khoja.
Darun byastotay snan khaoya sara hoy
Jibone aarek din abar barti hoy.
Abar rattri hobe taito sokal hoy,
Ashake ponyo kore tobuo byabsya hoy.
Tobuoto nishi raat,
Tobuo to nishi raate shohor baijee saje,
Dhormotolar more adhormo gaan gay.
See Also:
♫ More Song From Album Ke Jay (1994)
0 Comments