Baaro Taka Lyrics (বারো টাকা) Nachiketa Chakraborty - Ke Jay (1994)

Baaro Taka Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ke Jay release in 1994Baro Taka Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Baaro Taka Lyrics Nachiketa Chakraborty

Baaro Taka Lyrics (বারো টাকা) Nachiketa Chakraborty - Ke Jay (1994)

Song: Baaro Taka
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ke Jay (1994)
Music Label: Saregama India Ltd.

যখন ঘনায় রাত্রি এই পাথুরে শহরে
সা গা মা ধা নি সা
যখন ছড়ায় দীর্ঘশ্বাস আকাশ অধরে
সা গা মা ধা নি সা

ঠিক তক্ষুনি সস্তা মেকাপেতে মুখ ঢেকে লাজ লজ্জার সংস্কার কে পিছে রেখে
এই সাধারন মেয়েটাই শহরে বিলোতে প্রেম রাস্তায় এসে দাড়ায়,
প্রেমহীন শহরের কদর্য লোক গুলো তার কাছে প্রেম চেয়ে দুহাত বাড়ায়।
ওহ ওহ হো ওহ ওহ হো

ঠিক তক্ষুনি
ঠিক তক্ষুনি মন্দির মসজিদে গির্জায় শুরু হয় পুজো আরাধনা
বিশ্বপ্রেমের পাঠে শিক্ষিত হয় লোক আকেঁ প্রেমের আলপনা।
সব পাপ দিয়ে আসে মানুষ দেবস্থানে
দেবতারা হাসে তুলে মাথা
মাঝ রাত্রির হলে ফিরে যায় সেই মেয়ে ঘরে রোজগার বারো টাকা।
ওহ হো হো ওহ হো হো

সারা গায়ে কালশিটে ওহ খিদের মাসুল,
জীবন তরনী বায় স্রোত প্রতিকূল।
মুখ চেয়ে সনন্তি হাড়ি চড়ে না,
বেজন্মা গালাগাল পেট ভরে না।
ওহ ওহ হো ওহ ওহ হো

ঠিক তক্ষুনি এনে দিল 
ঠিক তক্ষুনি এনে দিল একরাশ সুবাতাস সেই রোজগার বারো টাকা,
নেভাতে পেটের জ্বালা, অবতার হয়ে এল সেই রোজগার বারো টাকা।

ঠিক তক্ষুনি
ঠিক তক্ষুনি গোনা হয় প্রনামির থালা, লাভের ভাগাড় হয় পূর্ণ
দেবতাকে দিয়ে ঘুষ, সব পাপ জমা রেখে মানুষ বাড়ায় তার পূর্ণ।
সেই নিয়ে ভোর হলে শত বিদ্রুপ সয়, দেবতারা দেখে তুলে মাথা
সেই নিয়ে ভোর হলে শত বিদ্রুপ সয়, দেবতারা দেখে তুলে মাথা
সত্যি বিলোয় প্রেম, সেই মেয়ে নিঃসাড় প্রনামি মাত্র বারো টাকা।


Baaro Taka


Baaro Taka Lyrics (বারো টাকা) Nachiketa Chakraborty - Ke Jay (1994) | Song from Youtube:


বারো টাকা লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Jokhon ghonay raatri ei, pathure shohore
Sa Ga Ma Dha Ni Sa
Jokhon chhoray dirghoswas akash adhore
Sa Ga Ma Dha Ni Sa

Thik tokkhuni sosta mekapete mukh dheke laaj lojjar sonskar ke pichhe rekhe
Ei sadharon meyetai shohore bilote prem rastay ese daray,
Premhin shohorer kodorj lokgulo tar kachhe prem cheye duhat baray.
Oho oho ho oho oho ho

See Also:
 More Song From Album Ke Jay (1994)

Post a Comment

0 Comments