Ambition Lyrics (অ্যাম্বিশন) Nachiketa Chakraborty | Keu Hote Chay Daktar - Ke Jay (1994)

Ambition Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ke Jay release in 1994. Keu Hote Chay Daktar, Ambition Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Keu Hote Chay Daktar Nachiketa Chakraborty

Ambition Lyrics (অ্যাম্বিশন) Nachiketa Chakraborty | Keu Hote Chay Daktar - Ke Jay (1994)

Song: Ambition
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ke Jay (1994) 
Music Label: Saregama India Ltd.

Keu Hote Chay Daktar Song Lyrics in Bengali:

কেউ হতে চায় ডাক্তার,
কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী,
কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়,
রূপের বাহার চুলের ফ্যাশান
কেউ চায় বেচতে রূপোয়,
রূপের বাহার চুলের ফ্যাশান
আমি ভবঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন,
আমি ভবঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন।

ঠকানোই মূল মন্ত্র,
আজকের সব পেশাতে
পিছপা নয় বিধাতাও,
তেলেতে জল মেশাতে।

ডাক্তার ভুলছে শপথ,
ঘুশ খায় ইঞ্জিনিয়ার
আইনের ব্যবচ্ছেদে,
ডাক্তার সাজে মোক্তার।

(যদি চাও সফলতা,
মেনে নাও এই সিস্টেম
ফেলে দাও স্রোতের মুখে,
আদর্শ বিবেক ও প্রেম)X2
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান
আমি কোনে বাউল হবো, এটাই আমার অ্যাম্বিশন,
আমি কোনে বাউল হবো, এটাই আমার অ্যাম্বিশন।

বড় যদি চাইবে হতে,
সেখানেও লোক ঠকানো
সতভাবে বাঁচো বাঁচাও,
একথা লোক ভোলানো।

সতভাবে যাবে বাঁচা,
বড় হওয়া যাবে নাকো
শুধু কথা না শুনে,
বড়দের দেখেই শেখ

(এ সবই থাক তোমাদের,
আমি বড় চাই না হতে
ধুলো মাখা পথই আমার,
তুমি চোড়ো জয়োরথে)X2

(শত লাঞ্ছণা দিও,
কোরো আমায় অসম্মান)X2
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন,
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।

কেউ হতে চায় ডাক্তার,
কেউ বা ইঞ্জিনিয়ার
কেউ হতে চায় ব্যবসায়ী,
কেউ বা ব্যারিস্টার
কেউ চায় বেচতে রূপোয়,
রূপের বাহার চুলের ফ্যাশান
কেউ চায় বেচতে রূপোয়,
রূপের বাহার চুলের ফ্যাশান
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন,
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন,
তবু আমি বোকাই হবো, এটাই আমার অ্যাম্বিশন।

Ambition


Ambition (অ্যাম্বিশন) Nachiketa Chakraborty | Keu Hote Chay Daktar - Ke Jay (1994) | Song from Youtube:


অ্যাম্বিশন লিরিক্স - নচিকেতা চক্রবর্তী । কেউ হতে চায় ডাক্তার

Keu hote chay daktar,
Keu ba engineer
Keu hote chay byabsayi
Keu ba barrister
Keu chay bechte rupoy ruper bahar chuler fashion
Ami bhoboghurei hobo etai amar ambition

Thokanoi mul montro ajker shob peshate
Pichpa noy bidhatao telete jol meshate
Daktar bhulche shopoth,
Ghush khay engineer
Aainer bybochede,
Daktaar shaje moktar
Jodi chaw shofolota, mene nao ei system
Fele dao sroter mukhe adorsho bibek o prem
Ae shomaj manbe tomay gaibe tomari  joyogaan
Ami kono baul hobo etai amar ambition

See Also:
 More Song From Album Ke Jay (1994)

Post a Comment

0 Comments