O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid Lyrics (ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ) Kazi Nazrul Islam | Abbasuddin Ahmed

O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid Bengali Nazrul Geeti is Sung by Abbasuddin Ahmed, published in 1931 on the occasion of Eid by The Gramophone Company. The song was set to the Pilu as its Raga and Keherwa for its Tala (Rhythm). Four days after Nazrul Islam wrote the poem, Abbasuddin Ahmed recorded it with his voice. O Mon Ramjaner Oi Rojar Sheshe the most notable Bengali Eid-ul-Fitr song, Written and Compose by Kazi Nazrul Islam, at the request of Nazrul's disciple, Abbasuddin Ahmed. This Song has been covered by many artists around the world.

O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid Lyrics

O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid Lyrics (ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ) Kazi Nazrul Islam | Abbasuddin Ahmed

Song: O Mon Romzaner Oi Rozar Sheshe
Singer: Abbasuddin Ahmed
Lyrics & Music: Kazi Nazrul Islam
Music Label: The Gramophone Company

O Mon Romzaner Oi Rozar Sheshe Song Lyrics in Bengali:

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

O Mon Ramjaner Oi Rojar Sheshe


O Mon Romzaner Oi Rozar Sheshe Lyrics (ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ) Kazi Nazrul Islam | Abbasuddin Ahmed Song from Youtube:


ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ লিরিক্স - কাজী নজরুল ইসলাম

Post a Comment

0 Comments