O Amar Desher Maati Lyrics (ও আমার দেশের মাটি) Rabindra Sangeet By Debanjali Lily, Suman Mickey Chatterjee

O Amar Desher Maati Bengali Song is Sung by Debanjali Lily & Suman Mickey Chatterjee, release on Youtube 26th January 2021Amara Muzik Bengali Youtube Chanel. O Amar Desher Maati Bengali Song Lyrics Written and Compose by Rabindranath Tagore. Music Reinterpret By Shamik Guha Roy.

O Amar Desher Maati Lyrics Rabindra Sangeet

O Amar Desher Maati Lyrics (ও আমার দেশের মাটি) Rabindra Sangeet By Debanjali Lily, Suman Mickey Chatterjee

Song: O Amar Desher Maati
Singer: Debanjali Lily, Suman Mickey Chatterjee
Composition and Lyrics: Rabindranath Tagore
Music Reinterpretation: Shamik Guha Roy 
Video Director & Dop: Alap Bose , Abhirup Biswas
Music: Amara Muzik Bengali

O Amar Desher Mati Song Lyrics in Bengali:

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা. . .

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা. . .

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা॥

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা. . .

অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!

আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা. . .
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা. . .

O Amar Desher Maati


O Amar Desher Maati (ও আমার দেশের মাটি) Rabindra Sangeet By Debanjali Lily, Suman Mickey Chatterjee from Youtube:


ও আমার দেশের মাটি লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর

O aamar desher mati, tomar pare thekai maatha.
Tomate bishwomoyeer, tomate bishwomaayer aanchol paata.
Tumi mishechho mor deher sane,
Tumi milechho mor praane mone,
Tomar oi shyamolbaron komal murti marme gnaatha.
Ogo maa tomar kole janom aamar maron tomar buke.
Tomar pare khela aamar dukkhe sukhe.
Tumi anno mukhe tule dile,
Tumi shital jale juraile,
Tumi je sakol-saha sakol-baha maatar maata.
O ma, anek tomar kheyechhi go anek niyechhi maa-
Tabu jaani ne je ki ba tomay diyechhi maa!
Aamar janom gelo britha kaaje,
Aami kaatanu din gharer maajhe-
Tumi britha aamay shokti dile shoktidaata.

Post a Comment

0 Comments