Tumi Ki Shunte Pachho Lyrics (Bonde Maya Lagaise-বন্দে মায়া লাগাইছে) | Iman | Kushal | Shovan Ganguly

Bonde Maya Lagaise Bengali Song is Sung by Iman Chakraborty and Tumi Ki Shunte Pachho Bengali Poem Recitation by Kushal Chakraborty release on Youtube 5th November 2020Asha Audio Youtube Chanel. Bonde Maya Lagaise Song Originally  Lyrics Written and Compose by Shah Abdul Karim and Tumi Ki Shunte Pachho Poem Written by Ramchandra Paul.

Tumi Ki Shunte Pachho Lyrics Bonde Maya Lagaise

Tumi Ki Shunte Pachho Lyrics (Bonde Maya Lagaise-বন্দে মায়া লাগাইছে) | Iman | Kushal | Shovan Ganguly

Poem: Tumi Ki Shunte Pachho
Recitation: Kushal Chakraborty
Song: Bonde Maya Lagaise
Singer: Iman Chakraborty
Music Arrangement: Indrajit Dey
Lyrics: Ramchandra Paul & Shah Abdul Karim
Direction: Shovan Ganguly & Malay Podder
Recorded, Mixed & Mastered at Opera Studio
Video & Edit by Milton Dostogir
Music Label: Asha Audio

Tumi Ki Shunte Pachho (Bonde Maya Lagaise) - Song Lyrics in Bengali:

(কবিতা)
আমি তো এখন তোমাকে নিয়েই ভাবছি।
তোমাকে নিয়েই এলো-মেলো ছবি আঁকছি।
মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি।
তুমি কি শুনছো, তুমি কি শুনতে পাচ্ছো?

(গান)
মায়া লাগাইছে, 
পিরিতি শিখাইছে, বন্দে
মায়া লাগাইছে, 
পিরিতি শিখাইছে।
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে,
ও বন্দে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে।

(কবিতা)
যাযাবর পাখি, ফিরে গেছে সাইবেরিয়া।
আজ সন্ধ্যায় এসো সাইবার ক্যাফেতে।
দুহাতে মুঠোয় আবির মাখিয়ে রাখো।
তুমি কি আসবে, তুমি যে কখন আসবে?

একদিন তুমি দিতে চেয়েছিলে চুম্বন।
কেন যে সেদিন সেটুকুও নিতে পারিনি!
আজ কোত্থাও নেই কোনো সংকেত,
ফাটা ঠোঁটে শুধু রক্তের দাগ বইছে।

(গান)
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্দের  পিড়িতের জ্বালা,
বসে ভাবি নিরালা. .
আগে তো জানিনা বন্দের  পিড়িতের জ্বালা।
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে,
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে,
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে. .
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে,
ও বন্দে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে।

(কবিতা)
এভাবে আমার দিন কেটে গিয়ে সন্ধ্যে।
এসে বিছিয়েছে আলো-ছায়ার দ্বন্দ্ব।
শুধু বল, তুমি এই অবসরে একটুকু ভালোবাসবে?
কোটি বছরের ছায়া পথ থেকে, ডাক নাম ধরে ডাকবে।
তুমি কি ডাকবে, তুমি যে কখন ডাকবে?

(গান)
আমি কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার,
আমি কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার।
প্রাণ বন্ধের পিরিতির নেশায়, গুণ-মান গেছে,
প্রাণ বন্ধের পিরিতির নেশায়, গুণ-মান গেছে,
প্রাণ বন্ধের পিরিতির নেশায়, গুণ-মান গেছে. .
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে,
ও বন্দে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে।

(কবিতা)
দশ দিগন্ত তোলপাড় করে ডাকছি।
স্যাটেলাইটের চ্যানেলে চ্যানেলে ডাকছি।
ইন্টারনেটে ইন্টারনেটে ডাকছি।
জনে-নির্জনে সেলফোনে সেলফোনে ডাকছি।
গ্রহ তারা দূর-পৃথিবীর নাম ডাকছি।
তুমি কি শুনছো, তুমি কি শুনতে পাচ্ছো?
তুমি কি শুনছো, তুমি কি শুনতে পাচ্ছো?

(গান)
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।
কুল-নাশা পিরিতির নেশায়, কুল-মান গেছে,
কুল-নাশা পিরিতির নেশায়, কুল-মান গেছে,
কুল-নাশা পিরিতির নেশায়, কুল-মান গেছে. .
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে,
ও বন্দে,
কী জাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে।
মায়া লাগাইছে. .মায়া লাগাইছে. .
মায়া লাগাইছে. .মায়া লাগাইছে. .
মায়া লাগাইছে. .

Tumi Ki Shunte Pachho


Tumi Ki Shunte Pachho (Bonde Maya Lagaise-বন্দে মায়া লাগাইছে) | Iman | Kushal | Shovan Ganguly Song from Youtube:


তুমি কি শুনতে পাচ্ছো লিরিক্স (বন্দে মায়া লাগাইছে) - ইমান । কুশল

(Recitation)
Ami to ekhon tomake niyei bhabchhi.
Tomake niyei elo-melo chhobi ankchhi.
Mone mone ami tomakei sudhu dakchhi.
Tumi ki shunchho, tumi ki shunte pachho?

(Song)
Maya lagaise,
Piriti shikhaise, bonde
Maya lagaise,
Piriti shikhaise.
Dewana banaise,
Ki jadu koriya bonde, maya lagaiche,
O bonde,
Ki jadu koriya bonde maya lagaiche.

Post a Comment

0 Comments