Takeo Adore Dio Naam Lyrics (তাকেও আদরে দিও নাম) Hafiza Sultana | The Bong Studio Originals

Takeo Adore Dio Naam Bengali Song is Sung by Hafiza Sultana, release on Youtube 22nd October 2020, The Bong Studio Youtube Chanel. Takeo Adore Dio Naam Bengali Song Lyrics Written and Compose by Hafiza Sultana.

Takeo Adore Dio Naam Lyrics Hafiza Sultana Bong Studio

Takeo Adore Dio Naam Lyrics (তাকেও আদরে দিও নাম) Hafiza Sultana | The Bong Studio Originals

Song: Takeo Adore Dio Naam
Singer: Hafiza Sultana
Lyrics & Music: Hafiza Sultana
Music Arrangements: Sunny Karmakar
Mixing & Mastering : Sandipta Sarkar
Production: The Bong Media
Direction: Krish Bose
Music Label: The Bong Studio Originals

Takeo Adore Dio Naam Song Lyrics in Bengali:

জানি আমি তোমাকে 
নতুনে মানিয়েছে বেশ।
হাতছানিরা আড়ালে ফেলে 
ভেজা চিঠি গুলোর দেশ।

তাই আজ এই বিষণ্নতা ভুলে
তোমায় ফিরে দেখাবো বহুদূরে।
আমার এক আকাশ অভিযোগ,
আজকাল ভালো থাকার কথা বলে।

তাকেও আদরে দিও নাম,
বোকা কারণের অভিমান,
ভাঙে দু চোখে সাজিও গান।

তাকেও আসে মেঘ দুপুরে,
তোমায় ছোঁয়ারি শিশিরে,
ভিজিও রূপকথার হয়ে কারণ। 

পুড়িয়েছি মনটাকেই ফিরে পেতে চায় কেন?
রাত জুড়েছে হাত বোনা সে অবহেলায় কেন?
কারও ক্লান্ত মন, তোমাকে পায় 
কারো প্রেম শুধুই কবিতা হয়,
কারও ক্লান্ত মন, তোমাকে পায় 
কারো প্রেম শুধুই কবিতা হয়।
কারো প্রেম শুধুই কবিতা হয়।

তাই আজ এই বিষণ্নতা ভুলে
তোমায় ফিরে দেখাবো বহুদূরে।
আমার এক আকাশ অভিযোগ,
আজকাল ভালো থাকার কথা বলে।

তাকেও আদরে দিও নাম,
বোকা কারণের অভিমান,
ভাঙে দু চোখে সাজিও গান।

তাকেও আসে মেঘ দুপুরে,
তোমায় ছোঁয়ারি শিশিরে,
ভিজিও রূপকথার হয়ে কারণ।

Takeo Adore Dio Naam


Takeo Adore Dio Naam (তাকেও আদরে দিও নাম) Hafiza Sultana | The Bong Studio Originals Song from Youtube:


তাকেও আদরে দিও নাম লিরিক্স - হাফিজা সুলতানা । দ্যা বং ষ্টুডিও

Jani ami tomake
Notun maniyechhe besh.
Hatchhanira arale fele
Veja chithi gulor desh.

Tai aaj ei bishonota vule
Tomay fire dekhabo bohudure.
Amar ea akash abhijog,
Aajkal valo thakar kotha bole.

Takeo adore dio nam,
Boka karoner avimab,
Vange duchokh sajio gaan.

Takeo aase megh dupure,
Tomay chhoyari shishire,
Vijio rupkothar hoye karon.

Post a Comment

0 Comments