Ami Chai Thakte Bengali Song is Sung by Nusraat Faria and Master D, release on Youtube 14th October 2020, SVF Youtube Chanel. Ami Chai Thakte Bengali Song Lyrics Written by Syed Atiq and Compose by Subir "Master-D" Dev .
Ami Chai Thakte Lyrics (আমি চাই থাকতে) Nusraat Faria | Master D
Song: Ami Chai Thakte
Singer: Nusraat Faria, Master D
Music Composer & Producer: Subir "Master-D" Dev
Lyrics: Syed Atiq
Mix & Master: Rcha
Video Director & Choreographer: Baba Yadav
Cast: Nusraat Faria, Master D
Music Label: SVF
Ami Chai Thakte Song Lyrics in Bengali:
(Nusraat Faria)
ভেবেছি
বারে বারে প্রেমে পরেছি
মনে তারি ছবি একেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি
(Master D)
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
(Nusraat Faria)
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে
তোর মনের মাঝেতে
তোর কথার ভাঁজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
(Master D)
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
(Nusraat Faria)
ও রে কি জাদু তুই করলি ?
কেরে নিলি ঘুম।
হয়ে যাবো আমি লোকাল
My heart goes boom boom boom
(Master D)
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি
(Nusraat Faria)
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
(Master D)
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে
(Nusraat Faria)
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
(Master D)
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
(Nusraat Faria)
তোর হাতের ছোয়াতে
তোর ঘুমের ঘোরেতে
তোকে সপ্ন দেখাতে
আমি চাই থাকতে
(Master D)
তোর সপ্ন গুলোতে
তোর নাকের নোলোকে
তোর গালের তিলেতে
আমি চাই থাকতে
(Nusraat Faria)
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
(Master D)
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে
Ami Chai Thakte
Ami Chai Thakte Lyrics (আমি চাই থাকতে) Nusraat Faria | Master D Song from Youtube:
আমি চাই থাকতে লিরিক্স - ফারিয়া । মাষ্টার ডি
Vebchi
Bare bare preame porchhi
Mone tari chhobi ekechi
Aar bhalobasa ki ami bujhechhi
Mon fere na ghore fere na
Bolna ki kori aaj ami toke niye
Mon sohe na ei jontrona
Udas hoye vebe jai toke
Tor moner majhete
Tor kothar vanjete
Tor vabna gulote
Ami chai thakte
0 Comments