Train e Der Thikana Bengali Song is Perform by Taalpatar Shepai, release on Youtube 19th September, 2020 Taalpatar Shepai Youtube Chanel. Ami sudhu khujechi amay Song Lyrics Written by Dipak Karmokar(Bangladesh), Sung and Compose by Pritam Das.
Train e Der Thikana Lyrics (ট্রেনেদের ঠিকানা) By Taalpatar Shepai
Song: Train e Der Thikana
Composer/Vocalist: Pritam Das
Composer/Vocalist: Pritam Das
Lyricist: Dipak Karmokar(Bangladesh)
Guitar/Ukulele: Suman Ghosh
Guitar/Ukulele: Suman Ghosh
Drums: Pritam, Biswajyoti
Percussions, Melodeon, Bass: Pritam Das
Arrangement: Taalpatar ShepaiVideo Editing: Pritam & Dippyaman
Character illustration: Arjama Bandopadhay
Mixing/Mastering: Pritam & Dippyaman
ট্রেনেদেরই ঠিকানা
আমি ছেড়ে যাব সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে,
যদি, হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা. .
যেটুকু রোদেরা আসে,
তোমাদেরই ট্রামে বাসে,
বুকে পুড়ে বেঁচে থাকি,
পরিচিত নিঃশ্বাসে।
আমাকে খুঁজোনা কিনে,
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট,
জংধরা আলপিনে।
যদি, হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা. .
হয়তো এখন সহজ ভীষণ,
ছেড়ে যেতে ব্যথা হবেনা।
জেনো আর কোনোদিনও
তোমার আমার দেখা হবেনা।
তুমিও হাতেরও ফাঁকে,
ফেলে আসা স্মৃতিটাকে,
ভুলে থেকো, রেখোনা আর
ধুলোভরা বই তাকে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি, হাওয়া জেনে যায়,
ট্রেনেদেরই ঠিকানা
আমি ছেড়ে যাব সব
ফিরে তো আর আসবো না
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে,
যদি, হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা. .
ট্রেনেদেরই ঠিকানা
আমি ছেড়ে যাব সব
ফিরে তো আর আসবো না
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে,
যদি, হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা. .
0 Comments