Michael Vidyasagar Sangbad Bengali Song is Sung by Anupam Roy and Anirban Bhattacharya, release on Youtube 26th September 2020, SVF Music Youtube Chanel. Michael Vidyasagar Sangbad Song Lyrics Written and Compose by Anupam Roy. The Song Michael Vidyasagar Sangbad based on the 200th Birth Aniversary of Vidyasagar, as one of the greatest stories of friendship is presented in a way.
Lyrics & Music: Anupam Roy
Vocals: Anirban Bhattacharya and Anupam Roy
Arranged and programmed: Shamik Chakravarty
Guitar: Rishabh Ray
Mixed and Mastered: Shomi Chatterjee
Video: Anirban Bhattacharya
Music Label: SVF Music
(মাইকেল-Anupam Roy)
সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
বিদ্যাসাগর বাঁচাও আমাকে পাঠাও আমাকে অর্থ
তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে “গ্রেট মেরিট”
অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়, সহ্য হয় না দেরী।
(বিদ্যাসাগর-Anirban Bhattacharya)
কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে
কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে
বন্ধু তোমাকে বলেছি যখন, থাকব তোমার পাশে
এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও
এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও
পড়া শেষ করে ব্যারিস্টারি, নতুন কাব্য শোনাও।
(কোরাস-Anupam Roy, Anirban Bhattacharya)
ওরা দুজনে, ছিল বন্ধু. . .
ওরা দুজনে, ছিল বন্ধু. . .
(মাইকেল-Anupam Roy)
ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়
অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া
আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা।
(বিদ্যাসাগর-Anirban Bhattacharya)
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে?
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে?
ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেব।
(কোরাস-Anupam Roy, Anirban Bhattacharya)
ওরা দুজনে, ছিল বন্ধু. . .
ওরা দুজনে, ছিল বন্ধু. . .
(মাইকেল-Anupam Roy)
করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি
স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি
স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন
সব বেচে দিয়ে শোধ করে যাব, আমার যা আছে ঋণ।
যা আছে ঋণ. . .যা আছে ঋণ. . .যা আছে ঋণ
0 Comments