Eti Tomar Bela Bengali Song is Sung by Megha Mishra, release on Youtube 29th March 2020, VNS Music Youtube Chanel. Eti Tomar Bela Song Lyrics Written by Srimanta Bose and Compose by Dipjyoti Dey.
Eti Tomar Bela Lyrics (ইতি তোমার বেলা) - Belar Reply - Megha Mishra | Anjan Dutt | Bela Bose
Song: Eti Tomar Bela
Singer: Megha Mishra
Music: Dipjyoti Dey (Dip)
Lyrics: Srimanta Bose
Mix & Master: VNS Studio
Video Director: Sankhadeep Chatterjee
Music Label: VNS Music
Eti Tomar Bela Song Lyrics in Bengali:
অঞ্জন বলো তুমি কেমন আছো?
তুমি কি এখন আমায় চিনতে পারছো?
আমি সেই বেলা যাকে নিয়ে,
তুমি গিটারে সুর বেঁধে,
গেয়ে ছিলে গান বছর বাইশ আগে. .
অঞ্জন বলো তুমি কেমন আছো?
তুমি কি এখন আমায় চিনতে পারছো?
আমি সেই বেলা যাকে নিয়ে,
তুমি গিটারে সুর বেঁধে,
গেয়ে ছিলে গান বছর বাইশ আগে. .
দেরি হয়েছে তারপর কত জানো?
চাকরিটাও পেয়েছো দেরিতে. .
সম্বন্ধটা সেইবার আমি ভেস্তে দিতে,
পারিনি তখন তোমার থেকে,
চলে গেছি বহুদূরে. .
2. .4. .4. .1. .1. .3. .9 . .
বেলা বোস তখন হয়েছে অতিত।
বহু চেষ্টার পরও হেরে গিয়ে,
বেলা তখন হারিয়েছে নিজের পদবী. .
2. .4. .4. .1. .1. .3. .9 . .
বেলা বস ইজ নট রিচেবেল. .
2. .4. .4. .1. .1. .3. .9 . .
বেলা বস ইজ নট রিচেবেল. .
স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেল,
ততদিনের অপেক্ষা বিফল।
রাস্তার যত সস্তা হোটেলে,
লুকিয়ে থাকা বদ্ধ কেবিনে,
স্মৃতিতেই শুধু রইলো ফলাফল. .
শহর জুড়ে তখন কেবল স্মৃতি,
কসবার সেই নীল দেওয়ালের ঘর. .
সাদা কালো সেই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে,
তোমার আমার হলোনা সংসার।
চুপ করে আমি সেদিন শুধুই কেঁদেছি,
শরীরে আমার বয়েছিল নীল ঢেউ,
সেদিন আমি বুঝি অঞ্জন,
তারপর চিরমুক্তি আমার,
বেলা বলে আর ডাকবেনা কেউ. .
চুপ করে আমি সেদিন শুধুই কেঁদেছি,
শরীরে আমার বয়েছিল নীল ঢেউ,
সেদিন আমি বুঝি অঞ্জন
তারপর চিরমুক্তি!
বেলা বলে আর ডাকবেনা কেউ. .
2. .4. .4. .1. .1. .3. .9 . .
ফোন করে আর করোনা খেলা।
সময় এখন অনেক দূরে,
চলে গিয়েছি আমাদের থেকে,
ভালো থেকো, ইতি তোমার বেলা. .
2. .4. .4. .1. .1. .3. .9 . .
বেলা বস ইজ নট রিচেবেল. .
2. .4. .4. .1. .1. .3. .9 . .
বেলা বস ইজ নট রিচেবেল. .
2 Comments
Thanks for sharing this one (k) (y)
ReplyDeleteYou are most welcome 💕
Delete