Ei Besh Bhalo Achi Lyrics (এই বেশ ভাল আছি) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993)

Ei Besh Bhalo Achi Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ei Besh Bhalo Achi release in 1993. Ei Besh Bhlo Achi Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Ei Besh Bhalo Achi Lyrics

Ei Besh Bhalo Achi Lyrics (এই বেশ ভাল আছি) By Nachiketa Chakraborty - Ei Besh Bhalo Achi (1993)

Song: Ei Besh Bhalo Achi
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ei Besh Bhalo Achi (1993)
Level: Saregama India Ltd.

Ei Besh Valo Achi Song Lyrics in Bengali:

এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই,
অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই,
সময় দেই না বলে, তেলে বেগুণ জ্বলে গিন্নীর রাগ নেই,
টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই,
এক-চার-চার ধারা, ফুটপাথে থাকে যারা, কেউ কোত্থাও নেই,
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই. . .

 (দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে,)X2
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
(তাই, ভয় আছে,
দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।)X2

ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে, শ্যাম আছে, কোরান ইসলাম আছে,
রক্তলোলুপ কিছু হায়না।

ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে, শ্যাম আছে, কোরান ইসলাম আছে,
রক্তলোলুপ কিছু হায়না।
এদেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে।

(তাই, ভয় আছে,
দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।X2)
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
তাই, ভয় আছে,
দু’নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
দু’নয়নে ভয় আছে. . .

এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, ভাবার সময় আছে, তবুও ভাবনা নেই,
পার্কে তে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই,
উঠতি যুবকদের যাতনার সীমা নেই,
শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই,
যুবতীর কটাক্ষ, চীরে দেয় এ বক্ষ, হায়রে এমন দিনে
সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই,
তবুও টিভির স্ক্রীনে খেলার বিরাম নেই।
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই. . .

দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে. . .
দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে. . .
দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে. . .
দু-নয়নে ভয় আছে, মনে সংশয় আছে. . .

Ei Besh Bhalo Achi

Song Lyrics In Bengali

Antobihin Poth Cholai Jibon (অন্তবিহীন পথ চলাই জীবন) Nachiketa Chakraborty | Ei Besh Bhalo Achi (1993) | Song from Youtube:


এই বেশ ভাল আছি লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Ei besh valo achhi
Ei besh valo achhi
Ei besh valo achhi, kormo kaj nei, gari ghora kichhu nei,
Office kachari nei, hajari kamai nei,
Shobdo ba poribesh dushunoner balai nei,
Somoy dei na bole, tele begun jwole ginnir rag nei,
Telephone dak nei, shohorete karfiue, lokjon keu nei,
Ek-char-char dhara, futpathe thake jara, keu kotthao nei,
Nei nei kichhu nei, tobou to achhe kichhu, bolte ja badha nei. . .

Du-noyone voy achhe, mone sonshoy achhe. . .

See Also:
 More Song From Album Ei Besh Bhalo Achi (1993)

Post a Comment

0 Comments