Amader Gaan Lyrics (আমাদের গান) - Independence Day Special - Bratati | Lopamudra | Subhamita | Jayati | Iman

Amader Gaan Independence Day Special Bengali Song is Sung by Lopamudra Mitra, Subhamita Banerjee, Jayati Chakraborty, Iman Chakraborty And Bengali Poem Recited by Bratati Bandopadhyay. Amader Gaan Bengali Song Lyrics Written by Rajib Chakraborty and Music Compose By Ashu Chakraborty.

Amader Gaan Lyrics

Amader Gaan Lyrics (আমাদের গান) - Independence Day Special - Bratati | Lopamudra | Subhamita | Jayati | Iman

Singer: Lopamudra Mitra, Subhamita Banerjee, Jayati Chakraborty, Iman Chakraborty
Recitation: Bratati Bandopadhyay
Lyrics & Poetry: Rajib Chakraborty
Music Composition: Ashu Chakraborty
Music Label: Asha Audio

Amader Gaan Song Lyrics in Bengali:

মাটি আর রঙে মিলেমিশে ফের
প্রতিমা বানাতে পারি,
আলোরবেণুতে জেগে ওঠো ভোর
আমাদের ঘরবাড়ি।

তোমার আলোয় আমার আলো
দেখবো ঈশান কোনে,
তোমায় ছাড়া বৃথা মা গো
ফেরার আয়োজনে।

আমাদের গান. . .আমাদের গান. . .
হুঁ. . .আমাদের গান

শিরায় শিরায় প্রলয়ের পাখি
ডানায় আগুন আজ,
আহত শিকড়ে নিজেকেই পুঁতে
হয়ে যেতে পারি গাছ।

সাঁতরে আমি এসেছি যতটা   
যাবো তার চেয়েও দূরে,
তোমার আকাশে তোমার বাতাসে
বুক ভরা রোদ্দুরে।

আমাদের গান. . .আমাদের গান. . .
হুঁ. . .আমাদের গান

আঁচল ভরা শস্য তোমার
তৃষ্ণা ভরা জল,
তোমার মায়ায়, তোমার ছায়ায়
স্নিগ্ধ করতল।
অন্ধকারের সাত-সীমানায়
আলোয় আলো তুমি,
নাড়ীর টানে জড়িয়ে রাখো
আমার জন্মভূমি।
নিজের রক্তে দাও এঁকে দাও
যুদ্ধ জয়ের টিকা,
স্বপ্নে আমার মুগ্দ্ধ স্বদেশ
মাতৃকা, মাতৃকা, মাতৃকা।। 


আমি আমি করে জুড়েছি আমরা
নাড়িতে আদিম টান,
দুধে-ভাতে তুমি  ভালো থেকো আজ
আমাদের সন্তান।

জোৎসনার দেশে আমাদের গান
একই সে হৃদয় জুড়ে,
যেকোনো শর্তে উঠবে চাঁদ
বিসমিল্লাহর সুরে।

আমাদের গান. . .আমাদের গান. . .
হুঁ. . .আমাদের গান

"আলোয় ফেরা স্বাধীনতা ভালোয় ফেরা গানে
এক পৃথিবী স্বপ্ন বাঁচুক.. .মায়ের পিছুটানে"

Amader Gaan


Amader Gaan (আমাদের গান) - Independence Day Special - Bratati | Lopamudra | Subhamita | Jayati | Iman । Song from Youtube:

 

Post a Comment

0 Comments