Pagla Jagai (পাগলা জগাই) Lyrics By Nachiketa Chakraborty - Daybhaar (2000)
Song: Pagla Jagai
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Daybhaar (2000)
Music Label: Saregama India Ltd.
Pagla Jagai Song Lyrics in Bengali:
নিশিকালো রাত আর, পিচ কালো রাস্তাকে
চিড়ে দিয়ে ছুটে চলে ট্রাক,
নিশিকালো রাত আর, পিচ কালো রাস্তাকে
চিড়ে দিয়ে ছুটে চলে ট্রাক,
কোণ চোখো ড্রাইভার, চলে চাকা পরিবার
ফেলে আসা পথ হতবাক,
সস্তার মদ খেয়ে, ট্রাকের ছাদেতে শুয়ে
তারা গুণে হেল্পার পাগলা জগাই...
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই...
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই...
ভূতুরে গাছের ছায়া, ফেলে আসা মোহমায়া
ঝাঁক বাধে জগায়ের চোখে,
জগাই তবুও হাসে, নেশা করে অবকাশে
তারা গুণে আনন্দে শোকে,
হয়ত মনের কোনে জীবনের সুদ গোনে
বেহিসাবী জীবিনের হাতে গোনা টাকা আনা পাই,
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই....
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই....
ফেলা আসা তার গ্রাম, আরো কত শত নাম
ধূসর পথের ধূলো মেখে,
তবে কি সেখানে কেউ, পথ চেয়ে বসে আজো
আখি জলে আলপনা এঁকে,
জগাই নির্বিকার, আকাশটা চোখে তার
পিছু ফিরে দেখা বা ভাবনার নেই কো বালাই
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই....
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই....
কখনো হিংসে হয়, অবকাশে অসময়
আমিও কি জগাই হতে পারি!
আমিও তো তারা গুনি, আকাশকে কাছে টানি
আমিও কি দিতে পারি পাড়ি?
আসলে তো আমি লোভী, মন ধনে থাকা কবি
পারব না হতে আমি, হেল্পার মুক্ত জগাই
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই....
রাত বলে যাই যাই,
ডাক দিয়ে যাই....
0 Comments