Nirbashoner Gaan Lyrics (নির্বাসনের গান) Anupam Roy | Srijato | Chandril | Anindya Chattopadhyay

Nirbashoner Gaan - Bela Boye Jaay Bengali Song is Sung by Anupam Roy. Nirbashoner Gaan Bengali Song Lyrics Written by Anupam Roy, Srijato, Chandril, Anindya Chattopadhyay. Nirbashoner Gaan Song Compose By Anupam Roy.

Nirbashoner Gaan Lyrics

Nirbashoner Gaan Lyrics (নির্বাসনের গান) Anupam Roy | Srijato | Chandril | Anindya Chattopadhyay

Lyrics: Anindya Chatterjee, Anupam Roy, Chandril Bhattacharya & Srijato  
Music & vocals: Anupam Roy
7 string guitar: Maithan Knabach
String quartet and drums programming: Shamik Chakravarty
Vocal Harmony: Anindya Chatterjee & Piya Chakraborty
Music Label: Anupam Roy Creations (ARC)

Nirbashoner Gaan Song Lyrics in Bengali:

বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে
আমার ছায়া একদিন ছোঁবে তোমায়
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা 
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায় 

বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে
আমার ছায়া একদিন ছোঁবে তোমায়
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা 
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায় 

মনখারাপকে দূরত্ব ভাগ করে
আংটির মতো সাজায় মধ্যমায় 
এই গান তার মানে খুঁজে পাবে 
তোমার আমার নিজস্ব তর্জমায় 

বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় 
এ শহরে. . .
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায় 
এ শহরে. . .

বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় 
এ শহরে. . .
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায় 
এ শহরে. . .

নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি 
সুমদ্র ধ্বনী কোথাও বাজছে কিনা 
নির্জনতার মাঠটাকে কোনাকুনি 
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছিনা 

নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি 
সুমদ্র ধ্বনী কোথাও বাজছে কিনা 
নির্জনতার মাঠটাকে কোনাকুনি 
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছিনা 

ছায়াটি আমার একটু তফাতে হাঁটো 
যাও পেরিয়ে কোলাপ্সিবল টেনে 
বিষণ্ণতার প্রহর করেছি ফ্রি 
কেউ দরদাম বসন্ত যদি কেনে 

বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় 
এ শহরে. . .
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায় 
এ শহরে. . .

বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় 
এ শহরে. . .
জাহাজেরা ঘুমে যায়, উদাসী হাওয়ায় 
এ শহরে. . .

Nirbashoner Gaan

Nirbashoner Gaan - নির্বাসনের গান | Anupam Roy | Srijato | Chandril | Anindya Chattopadhyay Song from Youtube:

Post a Comment

0 Comments