Tumi Ashbey Bole Tai Bengali Movie Song is Sung by Somlata Acharyya Chowdhury from Bengali Movie Ranjana Ami Ar Ashbona. Tumi Ashbey Bole Tai Bengali Song Lyrics and Music composed by Anjan Dutta and Movie Directed by Anjan Dutta.
Tumi Ashbey Bole Tai Lyrics (তুমি আসবে বলে তাই) Somlata Acharyya Chowdhury | Anjan Dutta | Ranjana Ami Ar Ashbona
Song: Tumi Ashbey BoleSinger: Somlata Acharyya Chowdhury
Music Director: Anjan Dutt
Lyricist: Anjan Dutt
Film: Ranjana Ami Ar Ashbona
Cast: Anjan Dutt, Parno Mittra, Kabir Suman, Abir Chatterjee, Kanchan Mullick and Others
Music Label: Saregama India Ltd
Cast: Anjan Dutt, Parno Mittra, Kabir Suman, Abir Chatterjee, Kanchan Mullick and Others
Music Label: Saregama India Ltd
Tumi Ashbey Bole Tai Song Lyrics in Bengali:
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে
মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়
কাছে আসবে বলে অন্ধকারে
হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদাই
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়. . .
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা হাঁটে, আমি হাঁটিনা
চোখে নিয়ে স্বপ্ন
বুকে অনেক অনেক কথা
আমার বয়েস বাড়ে আমি বাড়িনা
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
এই মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়. . .
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়. . .
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে
মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়
কাছে আসবে বলে অন্ধকারে
হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদাই
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়. . .
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা হাঁটে, আমি হাঁটিনা
চোখে নিয়ে স্বপ্ন
বুকে অনেক অনেক কথা
আমার বয়েস বাড়ে আমি বাড়িনা
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
এই মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়. . .
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালোবাসতে চায়
এই মন, আশা করে যায়. . .
Tumi Ashbey Bole Tai
Tumi Ashbey Bole Tai (তুমি আসবে বলে তাই) Somlata Acharyya Chowdhury | Anjan Dutta | Ranjana Ami Ar Ashbona | Song from Youtube:
তুমি আসবে বলে তাই লিরিক্স - সোমলতা আচার্য
See Also:
More Song From Ranjana Ami Ar Ashbona Movie
0 Comments