Keu Janbe Na Bengali Song is Sung by Arijit Singh from Bengali Movie Ajogyo. Keu Janbe Na Bengali Song Lyrics Written by Kaushik Ganguly and Compose by Indraadip Dasgupta. Movie Directed by Kaushik Ganguly.
Keu Janbe Na Lyrics (কেউ জানবে না) Arijit Singh | Prosenjit | Rituparna | Kaushik Ganguly | Ajogyo(2024)
Song: Tui Amar Hobi Na
Singer: Arijit Singh
Lyrics: Kaushik Ganguly
Music: Indraadip Dasgupta
Violin & Flute Design: Indraadip Dasgupta
Movie: Ajogyo
Director: Kaushik Ganguly
Cast: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Silajit Majumder, Lily Chakraborty, Ambarish Bhattacharya, Sudip Mukherjee & Others
Music Label: Surinder Films Pvt. Ltd.
Keu Janbe Na Song Lyrics in Bengali:
কেউ জানবে না,
কেউ বুঝবে না,
অচেনা নদীদুটো. .
মেশে মোহনায়।
ও ডেউ পরিয়ে,
যায় হারিয়ে,
যায় হারিয়ে,
বুকের জমানো দোটানা. .
বালির ঘর,
লুকিয়ে পথ,
খুঁজে আর কেউ পাবে না।
সোনাঝুড়ি,
চাঁদেরবুড়ি,
সবই মিথ্যে রং বলে না।
মুয়ূরপালক,
ছোট্ট নোলক,
বুড়ো রাজাকে তুই ভুলবি না।
কেউ জানবে না,
কেউ বুঝবে না,
অচেনা নদীদুটো. .
মেশে মোহনায়।
মোরাম গলি,
পিছনে চলি,
যাওয়া-আসা তুই তো আর ফিরবি না।
জমাট কুয়াশা,
সরে যাওয়া দূরাশা,
হারানো ঝিনুক তুলি।
জানি না রে,
বুঝি না যে,
এতো ডেউয়েও ধুয়ে গেলি না।
কেউ জানবে না,
কেউ বুঝবে না,
অচেনা নদীদুটো. .
মেশে মোহনায়।
Keu Janbe Na
Keu Janbe Na (কেউ জানবে না) Arijit Singh | Prosenjit | Rituparna | Kaushik Ganguly | Ajogyo(2024) | Song from Youtube:
কেউ জানবে না লিরিক্স - অরিজিৎ সিং । অযোগ্য
Keu janbe na
Keu bujhbe na
Achena nodi duto meshe mohonay.
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত অযোগ্য বাংলা সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। কেউ জানবে না গানটি -কৌশিক গাঙ্গুলির কথায় ও ইন্দ্রদীপ দাসগুপ্তর সুরে, গেয়েছেন অরিজিৎ সিং।
See Also:
More Song From Ajogyo(2024) Movie
0 Comments