Amar Dukkhe Tumi Bengali Song is Sung by Iman Chakraborty & Silajit from Bengali Movie Ajogyo. Amar Dukkhe Tumi Bengali Song Lyrics Written and Compose by Anupam Roy. Movie Directed by Kaushik Ganguly.
Amar Dukkhe Tumi Lyrics (আমার দুঃখে তুমি) Iman | Silajit | Anupam Roy | Prosenjit | Rituparna | Kaushik Ganguly | Ajogyo(2024)
Song: Amar Dukkhe Tumi
Singers: Iman Chakraborty & Silajit
Music & Lyrics: Anupam Roy
Arrangement & Programming: Shamik Chakravarty
Movie: Ajogyo
Director: Kaushik Ganguly
Cast: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Silajit Majumder, Lily Chakraborty, Ambarish Bhattacharya, Sudip Mukherjee & Others
Music Label: Surinder Films Pvt. Ltd.
Amar Dukkhe Tumi Song Lyrics in Bengali:
তোমার দুঃখে আমি
আমার দুঃখে তুমি
আমাদের এই বেঁচে থাকা।
আকাশ শূন্য করে
পাখিদের ঝাঁক চলে-
যাওয়ার দৃশ্য মনে রাখা।
উম হম হম. . .
ভেঙে যাওয়া মিছিলের
পথে পরে থাকা,
চেনা কোনো স্লোগানের
শব্দমালা।
তেমন শব্দ কিছু
ছিল না কারোর, তাই
শুনতে পাইনি আমি
বদ্ধ কালা।
ক্ষত তার বাজে নুপুরের
সুরে সুরে,
ক্লান্ত দেহে. . .
গাছের কোটরে আমি
মুখ গুজে একা একা
ফিসফিস করে বলি কথা।
সেই কথা রাত হলে,
প্যাঁচাদের পালকের
ঝড়ে যাওয়া সময়ের ব্যথা।
উম হম হম. . .
মিথ্যে শহরের এক ব্যস্ত সকাল,
আমাকে ডাকছে ভেবে একটু থামি।
আসলে আমার কোনো প্রয়োজনই নেই
ব্যর্থতা বুকে নিয়ে দাঁড়ায় আমি।
গ্রীষ্মের পোড়া দুপুরে
ঘুরে ঘুরে,
ক্লান্ত দেহে. . .
তোমার দুঃখে আমি
আমার দুঃখে তুমি
আমাদের এই বেঁচে থাকা।
আকাশ শূন্য করে
পাখিদের ঝাঁক চলে-
যাওয়ার দৃশ্য মনে রাখা।
উম হম হম. . .
গাছের কোটরে আমি
মুখ গুজে একা একা
ফিসফিস করে বলি কথা।
সেই কথা রাত হলে,
প্যাঁচাদের পালকের
ঝড়ে যাওয়া সময়ের ব্যথা।
উম হম হম. . .
Amar Dukkhe Tumi
Amar Dukkhe Tumi Lyrics (আমার দুঃখে তুমি) Iman | Silajit | Anupam Roy | Prosenjit | Rituparna | Kaushik Ganguly | Ajogyo(2024) | Song from Youtube:
আমার দুঃখে তুমি লিরিক্স - ইমন । শিলাজিৎ । অযোগ্য
Tomar dukkhe ami
Amar dukhye tumi
Amader ei benche thaka.
Akash sunyo kore
Pakhider jhak chole
Jaoyar drishyo mone rakha.
Umm hmm hmm. . .
Venge jaowa michiler pothe pore thaka
Chena kono sloganer shobdomala
Temon shobdo kichu chilona karor tai
Shunte paini aami boddho kala
Khoto tar baaje nupure
Sur sure klanto dehe
Gacher kotore ami
Mukh guje eka eka
Fisfis kore boli kotha
Sei kotha raat hole
Pyachader paloke
Jhore jaowa somoyer byatha
Mitthey shohorer ek bysto sokal
Amake dakche vebe ektu thami
Asole amar kono proyojoni nei
Berthota buke niye darai aami
Girsher pora dupure
Ghure ghure klanto dehe
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত অযোগ্য বাংলা সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।আমার দুঃখে তুমি গানটি -অনুপম রায়-এর কথায় ও সুরে, গেয়েছেন ইমন ও শিলাজিৎ।
See Also:
More Song From Ajogyo(2024) Movie
2 Comments
খুব সুন্দর গান
ReplyDelete(k)
Delete