Ki Hobe Lyrics (কি হবে) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)

Ki Hobe Bengali Song is Sung by Nachiketa Chakraborty from his Album Ki Hobe release in 1995Ki Hobe Song Lyrics Written and Compose by Nachiketa Chakraborty.

Ki Hobe Lyrics Nachiketa Chakraborty

Ki Hobe Lyrics (কি হবে) Nachiketa Chakraborty | Ki Hobe (1995)

Song: Ki Hobe
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Compose: Nachiketa Chakraborty
Album: Ki Hobe (1995)
Music Label: Saregama India Ltd.

কি হবে, কি হবে, কি হবে, কি হবে,
আরে কি হবে, কি হবে, কি হবে
কি হবে, গোলক ধাঁধায় হারিয়ে,
হুজুকেতে পা বাড়িয়ে।
কি হবে, ঘরের খেয়ে মোষ তাড়িয়ে,
ঝড়ে যাওয়া ফুল মাড়িয়ে,
নেই কোনো সর্টকার্ট, খুঁজো না ওজুহাত,
লড়তে তোমায় হবে।

তালে দিয়ে তাল, চাইছে মহাকাল,
জীবনের প্রতি দানে বলি দান
বলতে তোমায় হবে,
বলো, দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।
দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।
দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।

এখানে ওখানে, যেখানে সেখানে,
চলছে অবিরত বাচার লড়ায়,
চায় বাচতে প্রোমোটার, চায় বাচতে পুকুরপাড়,
চায় বাচত একই সাথে কংস-কানাই।

চলছে অবিরত বাচার লড়ায়,
চায় বাচতে প্রোমোটার, চায় বাচতে পুকুরপাড়,
চায় বাচত একই সাথে কংস-কানাই।

বুঝিনারে ভাই এক সাথে সব্বাই
বাঁচবো কি করে এক ছাতার তলে,
বাঁচার কি দরকার,
বাঁচার কি দরকার, তাইতো এ সরকার
বেচে দিলেন দেশটাকে ফাঁক তালে।

তাই, কি হবে কি হবে, কি হবে,
আরে, কি হবে রেখে রেখে,
এই বেস ভালো থেকে,
শুধু বত্রিশ-পাটি সাজিয়ে।

জীবনে নেই গতি, তাই অগতির গতি,
মেয়ে দেখে সিটি বাজিয়ে।
নেই কোনো সর্টকার্ট, খুঁজো না ওজুহাত,
লড়তে তোমায় হবে।

তালে দিয়ে তাল, চাইছে মহাকাল,
জীবনের প্রতি দানে বলি দান
বলতে তোমায় হবে,
বলো, দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।
দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।
দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।

কলেজে স্কুলেতে, সঠিকে ভুলতে,
শিখছে কতো মানুষ দলে দলে।
পাস করলে, তবে চাকরি দিতে হবে
পরীক্ষা পিছনো তাই কৌশলে,

কলেজে স্কুলেতে, সঠিকে ভুলতে,
শিখছে কতো মানুষ দলে দলে।
পাস করলে, তবে চাকরি দিতে হবে
পরীক্ষা পিছনো তাই কৌশলে।

বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে
শিক্ষকেরা চালায় কোচিং সেন্টার,
প্রাইভেট টিউসন,
প্রাইভেট টিউসন, না নিলে ভাই
পরীক্ষায় পাস করার কোন উপায় নাই।

স্যারেরের মাইনে দিলেই সাজেসন,
আর না দিলে হবেন নণ কোওপারেশন,

তাই, কি হবে, কি হবে, কি হবে, কি হবে
কি হবে, ঘুণ জেলে, বই পুজো খেলা খেলে,
ভালো ভালো ছেলে সেজে থেকে।

অথবা বিপ্লবি, কিংবা আঁতেল কবি,
উৎসবে আর্টফিল্ম দেখে।
নেই কোনো সর্টকার্ট, খুঁজো না ওজুহাত,
লড়তে তোমায় হবে।

তালে দিয়ে তাল, চাইছে মহাকাল,
জীবনের প্রতি দানে বলি দান
বলতে তোমায় হবে,
বলো, দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।
দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।
দেবে কি দেবেনা,
দেবেকি দেবেনা, প্রাণ।

Ki Hobe

Song Lyrics In Bengali

Ki Hobe (কি হবে) Nachiketa Chakraborty | Ki Hobe (1995) | Song from Youtube:


কি হবে? লিরিক্স - নচিকেতা চক্রবর্তী

Ki hobe, ki hobe, ki hobe, ki hobe,
Aare ki hobe, ki hobe, ki hobe
Ki hobe, golok dhadhay hariye,
Hujukete pa bariye.
Ki hobe, ghorer kheye mosh tariye,
Jhore jaoya ful mariye.
Nei kono shortcart, khujo na ajuhat,
Lorte tomay hobe.

See Also:
 More Song From Album Ki Hobe (1995)

Post a Comment

0 Comments