Bhalobashi Tomay Bengali Song is Sung by Lagnajita Chakraborty & Ranajoy Bhattacharjee, release on Youtube 1st February 2021, G Series Youtube Chanel. Valobashi Tomay Song Lyrics Written by Shahdab Akbar Labu Choudhury and Compose by Ranajoy Bhattacharjee.
Bhalobashi Tomay Lyrics (ভালোবাসি তোমায়) Lagnajita | Ranajoy | Bangla New Music Video 2021
Song: Bhalobashi Tomay
Singer: Lagnajita Chakraborty & Ranajoy Bhattacharjee (KOLKATA)
Lyrics: Shahdab Akbar Labu Choudhury
Tune: Ranajoy Bhattacharjee (KOLKATA)
Mixing & Mastering: Anirban Ganguly
Music Arranged & Produced by: Ranajoy Bhattacharjee
Label: G Series
Toke Ghire Song Lyrics in Bengali:
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে।
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে।
বেঁধেছি ঘর হৃদয়ের পর
গাঢ় সবুজ ওই গহীন বনে মোর,
শুধু তুমি আর আমি
আমরা দু-জন রবো সেথায় কাল কালান্তর।
রবে না দেহ, রবে শুধু মন
রবে ভালোবাসা অনন্ত জীবন।
যেমন আছি তেমনই রবো
অন্তহীন শ্রোত-ধারার মতো।
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
ভালোবাসি তোমায়, ভালোবাসি।
কখনো নাইবো ঝর্ণা ঝরায়,
বাইবো মোরা পাহাড় ঘেঁষা
শীতল নদী ধারায়।
কোমর বিছা নুপুর পায়ে
সিঁদুর রঙা শাড়ি পরে,
চলবে তুমি ঘন সবুজ
আঁকাবাঁকা পাহাড় ধরে,
নয়ন মেলে দূর থেকে আমি
শুধু দেখবো তোমায় হৃদয় ভরে।
ভালোবাসি তোমায়,
ভালোবাসি।
উড়বো মোরা নীল আকাশে
হাতে হাত ধরে,
কখনো ভাসবো সাদা মেঘ ভেলায়
দু-জনে দুজনার হয়ে।
চলে গেলে সবাই মিলে যায়
তারার মিছিলে,
আমরা বেড়াবো চাঁদের আলোয়
জানা অজানার মাঝে।
সূর্য হয়ে আলো দেবো তোমায়
চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়,
মায়ার বাঁধনে বেঁধেছি মন
ভালোবাসা দিয়ে যাবো তোমায়
সারাটা জীবন।
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে,
ভালোবাসি তোমায়, ভালোবাসি।
Bhalobashi Tomay
Bhalobashi Tomay (ভালোবাসি তোমায়) Lagnajita | Ranajoy | Bangla New Music Video 2021 Song from Youtube:
ভালোবাসি তোমায় লিরিক্স - লগ্নজিতা । রণজয়
Bhalobasi tomay
Antore antore sarata hridoy jure.
Bendhechhi ghor hridoyer por
Garo sobuj oi goheen bone mor,
Shudhu tumi aar ami
Amra dujon robo sethay kal kalantor.
Robe na deho, robe sudhu mon
Robe valobasa anonto jibon.
Jemon achhi temoni robo
Antohin Shroto-dharar moto.
Valobasi tomay
Antore antore sarata hridoy jure.
Valobasi tomay, Valobasi.
0 Comments