Shunya Khatar Gaan Bengali Song is Sung by Sahana Bajpaie, release on Youtube 30th December 2020, Sahana Bajpaie Youtube Chanel. Shunya Khatar Gaan Bengali Song Lyrics Written by Debasmita and Compose by Aador Das.
Shunya Khatar Gaan Lyrics (শূন্য খাতার গান) Sahana Bajpaie | Debasmita | Aador Das
Song: Shunya Khatar Gaan
Singer: Sahana Bajpaie
Lyrics: Debasmita
Composition, Arrangement, Piano, Keyboard Programming, Bass, Guitar (Additional): Aador
Guitar: Satadru Das
Violin: Aniruddha Chakraborty
Mix and Mastered: Tirthankar Majumdar
Animation: Shinjan Neogi and Abhishek Panchal
Music Lable: KD Entertainment
Shunya Khatar Gaan Song Lyrics in Bengali:
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়,
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়,
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ,
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ,
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়।
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়,
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু-হাত ভরে কাজে,
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু-হাত ভরে কাজে,
কোথায় যেন লুকিয়ে আছে জীবন
মনখারাপের গোলাপি মন্তাজে।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়,
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।
এপার থেকে ওপার হাঁটে আলো,
মনের কথা কেবল অপচয়।
এপার থেকে ওপার হাঁটে আলো,
মনের কথা কেবল অপচয়।
এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু
পাথর বেঁধে দাঁড়িয়ে আছে সময়।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়,
শুন্য খাতা এত্ত কেন ভাবায়।
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ,
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ,
আটকে থাকা কাদের যে ঠিক মানায়।
আটকে থাকা কাদের যে ঠিক মানায়।
আটকে থাকা কাদের যে ঠিক মানায়।
Shunya Khatar Gaan
Shunya Khatar Gaan (শূন্য খাতার গান) Sahana Bajpaie | Debasmita | Aador Das | Song from Youtube:
শূন্য খাতার গান লিরিক্স - সাহানা বাজপেয়ী
Sandhaye tumi bolte paro amay,
Ki rong tomar botam chhera jamay.
Sandhaye tumi bolte paro amay,
Ki rong tomar botam chhera jamay.
Andho hoye bondho kichhu manus,
Andho hoye bondho kichhu manus,
Aatke achhe hiseb vora thongay.
Aatke achhe hiseb vora thongay.
Kacher deoyal vishon kachhe shohor
Chhoyar belay duhat vore kaje,
Kacher deoyal vishon kachhe shohor
Chhoyar belay duhat vore kaje,
Kothay jeno lukiye achhe jibon
Monkharaper golapi montaje.
Sandhaye tumi bolte paro amay,
Ki rong tomar botam chhera jamay.
2 Comments
মন ছুঁয়ে গেলো👌
ReplyDelete❤️
Delete