Khoma Koro Bengali Song is Sung by Anupam Roy from Bengali Movie Ahaa Re. Khoma Koro Bengali Song Lyrics Written and Compose by Anupam Roy. Movie Directed by Leena Gangopadhyay & Saibal Banerjee.
Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy | Sanjhbati | Dev & Paoli
Song: Khoma Koro
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy
Arranged & Programmed by Shamik Chakravarty
Movie: Sanjhbati
Director: Leena Gangopadhyay & Saibal Banerjee
Cast: Dev, Paoli, Soumitra Chatterjee, Lily Chakraborty & Others
Music Label: Zee Music Bangla
Khoma Koro Song Lyrics in Bengali:
ক্ষমা করো আমি ভালো নেই. . .
ক্ষমা করো আমি ভালো নেই,
এলোমেলো হয়ে গেছি।
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায়. . .(X2)
পথে পরে থাকা মন খারাপ,
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন।
স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পরে যায় আজ তার শাসন. .
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?
পথে পরে থাকা মন খারাপ,
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন।
স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পরে যায় আজ তার শাসন. .
ক্ষমা করো আমি ভালো নেই।
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই,
এলোমেলো হয়ে গেছি।
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায়. . .
পথে পরে থাকা মন খারাপ,
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন।
স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পরে যায় আজ তার শাসন. .
ক্ষমা করো আমি ভালো নেই।
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই. . .
ক্ষমা করো লিরিক্স - অনুপম রায় । সাঁঝবাতি
Khoma koro ami valo nei. . .
Khoma koro ami bhalo nei,
Elomelo hoye gechhi.
Jeno sob hariyechhi.
He bosonto biday. . .(X2)
Pothe pore thaka mon kharap
Chupi chupi khuje ney nirbason.
Smritituku dhuye gechhe payer chhap
Mone pore jay aaj tar shason. .
Khoma koro ami valo nei.
See Also:
More Song From Sanjhbati (2019) Movie
0 Comments